বাংলাদেশের ছবিতে একসাথে দেখা যাবে অঙ্কুশ-ঋতুপর্ণাকে?

আর ‘ছোট মা’ ছবিটি ছাড়াও এই প্রযোজনা সংস্থার ছাতার তলায় ‘জখম’ নামে আরও একটি ছবিতে অভিনয় করার কথা রয়েছে ঋতুপর্ণার। সেই খবরও কলকাতায় হাওয়ায় ভাসছে।

May 24, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

একেবারে ঠিক গুজব বলে উড়িয়ে দেওয়া যায় না! ব্যাপারটা কী? বাংলাদেশের প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়া প্রযোজিত ‘ছোট মা’ নামে একটি ছবিতে নাকি এপার বাংলার অঙ্কুশ হাজরা (Ankush Hazra) ও ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) অভিনয় করছেন! ছবিতে নায়িকার মায়ের চরিত্রে অভিনয় করার কথা ঋতুপর্ণার। আর নায়কের চরিত্রে অবশ্যই অঙ্কুশ। সে দেশের প্রযোজনা সংস্থা সূত্রে খবর, টলিউডের এই দুই শিল্পী নাকি রাজি হয়েছেন। তবে, এ প্রসঙ্গে অঙ্কুশের বক্তব্য, ‘আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু এখনই হ্যাঁ বা না বলার প্রশ্ন উঠছে না। কারণ আমি চিত্রনাট্য, গল্প কিছুই পড়িনি।’ একই সুরে কথা বলেছেন ঋতুপর্ণাও।আরও শোনা যাচ্ছে, এই প্রযোজনা সংস্থার সঙ্গে অঙ্কুশের আরও কয়েকটি ছবি নিয়ে ইতিমধ্যেই কথা হয়েছে। তবে, সেই বিষয়ে এখনই অঙ্কুশ কিছু খোলসা করে বলতে চাইলেন না। আর ‘ছোট মা’ ছবিটি ছাড়াও এই প্রযোজনা সংস্থার ছাতার তলায় ‘জখম’ নামে আরও একটি ছবিতে অভিনয় করার কথা রয়েছে ঋতুপর্ণার। সেই খবরও কলকাতায় হাওয়ায় ভাসছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen