বাইশ গজে ফেরার অপেক্ষায় রো-কো জুটি, ১৯ অক্টোবর থেকে অস্ট্রিলায়ায় শুরু ODI সিরিজ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৪:৩৫: বিরাট কোহলি ও রোহিতের শর্মার অস্ট্রেলিয়া সফর নিয়ে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে এখন থেকেই উন্মাদনা তুঙ্গে। বুধবার সকালেই অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিলেন ভারতীয় দলের একাংশ। আর সন্ধ্যেবেলা দেশ ছাড়বেন হেড কোচ গৌতম গম্ভীর ও সাপোর্ট স্টাফের বাকিরা। রোহিত-কোহলির বাইশ গজে ফেরার অপেক্ষায় দিন গুনছে গোটা দেশ।
দীর্ঘদিন পর ওয়ানডে ফরম্যাটে একসঙ্গে মাঠে নামতে চলেছেন এই দুই তারকা। ফলে ভারতের এই সফরকে ঘিরে অস্ট্রেলিয়াতেও বাড়ছে আগ্রহ। বুধবার সকালে ইন্দিরা গান্ধী বিমান বন্দরে ছিল মহাতারকাদের ভিড়। রোহিত, কোহলির সঙ্গে ছিলেন নীতিশ কুমার রেড্ডি, আর্শ দীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা সহ আরও অনেকে। বিমানবন্দরে তাদের এক ঝলক দেখতে হাজির ছিলেন অসংখ্য সমর্থক।
এই সফরের সূচনা হবে ১৯ অক্টোবর পার্থ স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে। এরপর ২৩ অক্টোবর এডিলেড ওভাল ও ২৫ অক্টোবর সিডনিতে হবে বাকি দুই ম্যাচ। ওয়ানডে সিরিজ শেষে ২৯ অক্টোবর শুরু হবে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। ম্যাচগুলো হবে যথাক্রমে ২৯ অক্টোবর, ৩১ অক্টোবর, ২ নভেম্বর, ৬ নভেম্বর ও ৮ নভেম্বর — যার মধ্যে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে মানুকা ওভালে।
এই সফরে চোটের কারণে খেলতে পারবেন না প্যাট কামিন্স। তাঁর বদলে নেতৃত্বে দেখা যাবে মিচেল মার্স-কে। কামিন্সের মতে, “গত ১৫ বছরে যতবার ভারত এসেছে, ততবার রোহিত আর কোহলিও এসেছে। এই সফরই হয়তো শেষবার, যখন অস্ট্রেলিয়ার দর্শকরা এই দুই চ্যাম্পিয়নকে একসঙ্গে খেলতে দেখবেন।”
বিশেষ আকর্ষণ থাকবে তরুণ ওপেনার শুভমন গিল-এর নেতৃত্ব। অজিভূমে প্রথমবার ওয়ানডে ফরম্যাটে টিম ইন্ডিয়ার অধিনায়ক হবেন তিনি। রোহিত-কোহলির সঙ্গে গিলের নেতৃত্বে নতুন ছন্দে নামবে ভারতীয় দল। সিরিজ শুরুর আগেই ভারত ও অস্ট্রেলিয়া জুড়ে বেড়েছে উত্তেজনা—আর তার কেন্দ্রে দুই কিংবদন্তি ব্যাটার।