সাতসকালে পথ দুর্ঘটনা, লরির ধাক্কা স্কুলপড়ুয়া কিশোরকে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৩০: বুধবার সাতসকালে পথ দুর্ঘটনা ঘটল কলকাতায়। দুর্ঘটনাটি ঘটেছে মানিকতলার কাছে বেঙ্গল কেমিক্যালস মোড়ে। বাবার সঙ্গে বাইকে চড়ে স্কুলে যাচ্ছিল ১২ বছরের কিশোর। পিছন থেকে আসা একটি লরি আচমকা ধাক্কা মারে বাইকে। রাস্তায় পড়ে যেতে স্কুলপড়ুয়াকে পিষে দেয় লরিটি। আহত পড়ুয়াকে বাইপাসের ধারে এক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়।
জানা গিয়েছে, বুধবার সকালে স্কুল যাওয়ার পথে লরি ধাক্কা মারায় বাইক থেকে রাস্তায় ছিটকে পড়ে ওই স্কুলপড়ুয়া। অভিযোগ, না-থামিয়ে লরি নিয়ে এগিয়ে যান চালক। তখনই চাকার নিচে চাপা পড়ে কিশোর। জানা গিয়েছে, আহত কিশোর বিধাননগর মিউনিসিপ্যাল স্কুলের ছাত্র।
লরি চালক পালানোর চেষ্টা করেন। কিন্তু স্থানীয়রা তাকে ধরে ফেলে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ফুলবাগান থানার পুলিশ। লরির চালককে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দার কথায়, লরিটি বেপরোয়া গতিতে ছুটছিল। নিয়ন্ত্রণ করতে না-পেরেই বাইকে ধাক্কা মারে।