Rohingya Infiltration: রোহিঙ্গারা অনুপ্রবেশকারী না শরণার্থী? কেন্দ্রকে কড়া প্রশ্ন সুপ্রিম কোর্টের

December 2, 2025 | < 1 min read

Authored By:

Saikat Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৫১: রোহিঙ্গা ইস্যুতে তীব্র অসন্তোষ প্রকাশ করল দেশের সর্বোচ্চ আদালত (Supreme Court of India)। শুনানির শুরুতেই প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ প্রশ্ন তোলে, “ভারত সরকার কি কখনও রোহিঙ্গাদের শরণার্থী হিসেবে ঘোষণা করেছে? যদি তাঁরা অনুপ্রবেশকারী হন, তবে তাঁদের জন্য কি আমাদের লাল গালিচা বিছিয়ে দেওয়া উচিত?”

আবেদনকারী পক্ষ অভিযোগ করে, দিল্লি পুলিশ গত মে মাসে কয়েকজন রোহিঙ্গাকে আটক করেছিল। এরপর থেকে তাঁদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। আবেদনকারীর দাবি, রোহিঙ্গাদের নির্বাসন প্রক্রিয়া আইন অনুযায়ী হওয়া উচিত। তাঁরা শরণার্থী মর্যাদা চান না, শুধু আইনি প্রক্রিয়ার স্বচ্ছতা চান।

সুপ্রিম কোর্ট (Supreme Court) স্পষ্ট জানায়, রোহিঙ্গাদের আইনি মর্যাদা নির্ধারণ না করে তাঁদের অধিকার নিয়ে আলোচনা করা যাবে না। প্রধান বিচারপতি মন্তব্য করেন, “প্রথমে অবৈধভাবে প্রবেশ, তারপর দাবি, খাদ্য, আশ্রয় ও শিক্ষা। আমরা কি এভাবে আইনি পরিধি বাড়াব?” বিচারপতি আরও বলেন, ভারতে ইতিমধ্যেই লক্ষ লক্ষ দরিদ্র নাগরিক রয়েছেন যাদের দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন। তবে অবৈধভাবে প্রবেশকারীদের উপর নির্যাতনও করা উচিত নয়।

এর আগেও শ্রীলঙ্কার তামিল শরণার্থীদের প্রসঙ্গে আদালত জানিয়েছিল, ভারত সারা বিশ্বের শরণার্থীদের আশ্রয়স্থল হতে পারে না। আদালত মন্তব্য করেছিল, “এই দেশ কোনও ধর্মশালা নয়।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen