শ্রম কোড নিয়ে ক্ষোভে RSS ঘনিষ্ঠ শ্রমিক সংগঠন, চাপে মোদী সরকার
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:০০: বিরোধীদের আপত্তি উপেক্ষা করে শ্রম কোড চালু করেছে মোদী সরকার (Modi Govt)। কিন্তু দেশজুড়ে শুরু হয়েছে প্রতিবাদ। বিভিন্ন শ্রমিক সংগঠন একাধিক দাবি সামনে এনে আন্দোলনে নেমেছে। সেই তালিকায় রয়েছে আরএসএস (RSS) ঘনিষ্ঠ ভারতীয় মজদুর সংঘ (BMS)। শ্রম কোড (Labour Codes) কার্যকর হলেও কর্মীদের সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ তুলে তারা কেন্দ্রকে কড়া ভাষায় চিঠি দিয়েছে।
বিএমএসের (BMS) দাবি, ইএসআই (ESI) ও পিএফের (PF) মতো গুরুত্বপূর্ণ সামাজিক প্রকল্পে কোনও সুরাহা হয়নি। পিএফের ন্যূনতম পেনশন বৃদ্ধির মতো দীর্ঘদিনের দাবি উপেক্ষিত রয়েছে। ইপিএস-৯৫ প্রকল্পের আওতাধীন পেনশনভোগীদের ন্যূনতম পেনশন (Minimum Pension) ১০০০ টাকা থেকে বাড়িয়ে সাড়ে সাত হাজার টাকা করার দাবি জানিয়েছে তারা। পাশাপাশি পেনশনকে মূল্যবৃদ্ধির সূচকের সঙ্গে যুক্ত করা, স্বাস্থ্য পরিষেবার সুযোগ দেওয়া, ইএসআই সুবিধার বেতনের সীমা ২১ হাজার থেকে বাড়িয়ে ৪২ হাজার করা, এসবই তাদের চিঠিতে উল্লেখ রয়েছে।
বোনাসের (bonus) সীমা ৭ হাজার থেকে বাড়িয়ে ১৪ হাজার টাকা, গ্র্যাচুইটির সীমা ১৫ থেকে বাড়িয়ে ৩০ দিন করার দাবি তুলেছে সংগঠনটি। অঙ্গনওয়াড়ি, মিড ডে মিল কর্মী, গ্রামীণ ডাক সেবক, আশা কর্মীসহ প্রায় কোটি কর্মীর বেতন বৃদ্ধি ও সুবিধা নিশ্চিত করার কথাও বলা হয়েছে।
বিএমএসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক রবীন্দ্র হিমতে শ্রমমন্ত্রককে পাঠানো চিঠিতে অভিযোগ করেছেন, দ্বিতীয় শ্রম কমিশনের মূল সুপারিশ কার্যকর হয়নি। শ্রম আইন সরলীকরণের বদলে জটিলতা বেড়েছে। এছাড়া ২০১৫ সালের পর থেকে আর কোনও ইন্ডিয়ান লেবার কনফারেন্স হয়নি বলেও ক্ষোভ প্রকাশ করেছে সংগঠনটি।
এই অবস্থায় কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মান্ডব্য (Manshukh Mandavya) জানিয়েছেন, প্রয়োজনে সংসদে সংশোধনী এনে দাবিগুলিকে মান্যতা দেওয়া হবে। ওয়াকিবহাল মহলের মতে, RSS ঘনিষ্ঠ সংগঠনের ক্ষোভে অস্বস্তিতে পড়েছে সরকার। তাই দ্রুত প্রতিশ্রুতি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে তারা।