চাপে পড়ে RSS-র মুখপত্রে মোদী সরকারের সমালোচনা?

November 18, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:৫৫:  রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) বাংলা মুখপত্র ‘স্বস্তিকা’-র উত্তর সম্পাদকীয়তে রাজ্য ও কেন্দ্রের সম্পর্ক নিয়ে একপ্রকার ‘সেটিং ‘ তত্ত্ব তুলে ধরে পরোক্ষভাবে প্রধানমন্ত্রীকে নিশানা করা হয়েছে। সম্পাদকীয়র একেবারে শেষে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের সংকটময় সময়ে যিনি রাজ্যবাসীর পাশে থাকার কথা, সেই দেশের সর্বময় নেতা নাকি দিদি-ভাইয়ের সম্পর্ক রক্ষায় বেশি মনোযোগী। এতে নাকি গণতন্ত্রের ভিত আরও মজবুত হয়, এহেন ব্যঙ্গাত্মক মন্তব্যে যে প্রধানমন্ত্রীকেই (PM Narendra Modi) পরোক্ষে কটাক্ষ করা হয়েছে, তা পরিষ্কার।

স্বস্তিকায় এই সম্পাদকীয়তে বাংলার প্রশাসনিক পরিস্থিতিকে বেহাল বলে উল্লেখ করা হয়েছে। শুধু রাজ্য সরকার নয়, কেন্দ্রীয় সরকারকেও এই অবস্থার জন্য সমানভাবে দায়ী করেছে সঙ্ঘ। সঙ্ঘের মতে, জাতীয় নেতৃত্ব রাজ্যের আর্তনাদ শুনতে ব্যর্থ হচ্ছে, এবং সেই ব্যর্থতার দায় কেন্দ্রীয় শাসকেরও।

এদিকে, রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, রাজ্য বিজেপির কিছু অংশের চাপেই আরএসএস এই অবস্থান নিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের সঙ্গে কেন্দ্রের প্রশাসনিক সমন্বয় যে বিজেপির একটি অংশ ভাল চোখে দেখছে না, সম্পাদকীয় প্রকাশের পরে তা আরও স্পষ্ট হয়ে উঠেছে। সমন্বয়ের অভাবকে উদ্দেশ্য করেই সঙ্ঘের এই বার্তা, এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen