ঘরে শঙ্খ রাখার নিয়ম: ভুল করলে কমবে শুভ শক্তি

November 19, 2025 | 2 min read

Authored By:

Saikat Saikat

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:০০: শঙ্খ পবিত্রতার প্রতীক, শুভ শক্তির বাহক। হিন্দুধর্মে শঙ্খ বা শাঁখ শুধু একটি বাদ্যযন্ত্র নয়—এটি পবিত্রতা, শক্তি ও শুভ্রতার প্রতীক। পুরাণে শ্রীবিষ্ণুর অন্যতম অস্ত্র হিসেবে শঙ্খের উল্লেখ রয়েছে। বিশ্বাস করা হয়, শাঁখের ধ্বনি অশুভ শক্তিকে দূর করে এবং পরিবেশকে পরিশুদ্ধ করে। তাই প্রতিটি পূজা-অর্চনায় শাঁখ বাজানো অপরিহার্য একটি অংশ। শুধু হিন্দুধর্মেই নয়, বৌদ্ধ ধর্মেও শঙ্খের ব্যবহার সমানভাবে গুরুত্বপূর্ণ।

সমুদ্র মন্থনে শঙ্খের আবির্ভাব:
পুরাণ মতে, সমুদ্র মন্থনের সময় সমুদ্রগর্ভ থেকে উঠে আসেন সম্পদের দেবী মা লক্ষ্মী—সেই সঙ্গে উঠে আসে শঙ্খও। তাই শঙ্খকে সমৃদ্ধি ও শুভ শক্তির প্রতীক হিসেবে মানা হয়। বিশ্বাস অনুযায়ী, শাঁখের মধ্যে মা লক্ষ্মীর বাস থাকে। তাই বাড়িতে শঙ্খ রাখা শুভ, আর সন্ধে প্রজ্বালনের আগে শাঁখ বাজানো অত্যন্ত শাস্ত্রসম্মত।

বাড়িতে শঙ্খ রাখার নিয়ম:
বাস্তুশাস্ত্রে বলা আছে, বাড়িতে শঙ্খ রাখতে হলে কিছু বিশেষ নিয়ম মানা জরুরি—না হলে এর শুভ শক্তির প্রবাহ বাধাগ্রস্ত হতে পারে।

১. শঙ্খ রাখুন পুজোর ঘরে:
শাঁখ কখনও যত্রতত্র রাখবেন না। পুজোর ঘরই শঙ্খের উপযুক্ত স্থান। লাল বা হলুদ কাপড়ের উপর রেখে শাঁখকে পরিষ্কার, পরিচ্ছন্ন ও সম্মানের সঙ্গে রাখার নির্দেশ থাকে।

২. প্রতিবার ব্যবহার শেষে শুদ্ধ করুন: শাঁখ বাজানোর পর মুখে কয়েক ফোঁটা গঙ্গাজল দিয়ে পরিষ্কার করে শুকনো স্থানে রাখতে হবে। এতে শঙ্খ পবিত্র থাকে এবং অশুদ্ধ স্পর্শ থেকে মুক্ত হয়।

৩. মাটিতে কখনও রাখবেন না: শাঁখ মেঝেতে রাখা অশ্রদ্ধার চিহ্ন। সব সময় কাপড়ের উপর রাখুন এবং ব্যবহারের পর শুকনো কাপড়ে মুড়ে রাখুন।

৪. শাঁখের মুখ উপরের দিকে:বসানোর সময় খেয়াল রাখুন—শঙ্খের মুখ যেন সব সময় উপরের দিকে থাকে। বিশ্বাস করা হয়, এতে বাড়িতে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়ে।

৫. কোন দিকে রাখবেন:শঙ্খ রাখার সর্বোত্তম দিক পূর্ব। পূর্ব দিক শুভ শক্তির প্রবেশদ্বার হিসেবে বিবেচিত। প্রয়োজন হলে উত্তর-পশ্চিম দিকেও রাখা যায়, যা লক্ষ্মীকৃপা আনার জন্য শুভ।

আর্থিক উন্নতির জন্য শাঁখের ব্যবহার: শাস্ত্রমতে, পূজা শেষে শঙ্খে গঙ্গাজল ভরে তা বাড়ির চারদিকে ছড়িয়ে দিলে নেতিবাচক শক্তি দূর হয়। এই প্রথা সমৃদ্ধি, শান্তি ও আর্থিক উন্নতি আনে বলে বিশ্বাস করা হয়।

অকারণে শাঁখ বাজাবেন না:
শাস্ত্রের মতে, বিনা কারণে শাঁখ বাজানো ঠিক নয়। অভ্যেস করতে চাইলে তা শুধুমাত্র পুজোর আগে বা পরে করা উচিত। শঙ্খের ধ্বনিকে অত্যন্ত পবিত্র ধরা হয়—এটি পরিবেশকে জীবাণুমুক্ত করে, মানসিক শক্তিও বাড়ায়।

শঙ্খের ধ্বনি শুধু একটুকরো শব্দ নয়—এটি সৃষ্টির স্পন্দন, ইতিবাচকতার আহ্বান। শাস্ত্রীয় নিয়ম মেনে শাঁখ রাখা ও বাজানোর অভ্যাস সংসারে শান্তি, সমৃদ্ধি এবং পবিত্রতার সঞ্চার করে। তাই প্রতিটি ঘরেই শঙ্খ থাকুক শুভ শক্তির প্রতীক হয়ে, আর তার ধ্বনি ছড়িয়ে দিক আলোর পথ, মঙ্গল আর ঈশ্বরীয় আশীর্বাদ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen