রাষ্ট্রসঙ্ঘের হিউম্যান রাইটস কাউন্সিল থেকে বরখাস্ত রাশিয়া, ভোটাভুটি থেকে বিরত ভারত

উক্রেনের উপর ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া

April 8, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

ইউক্রেনের উপর ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। আর তার জেরে এবার হিউম্যান রাইটস কাউন্সিল থেকে রাশিয়াকে বরখাস্ত করল ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি। এদিকে এনিয়ে এদিন ভোটাভুটিও হয়েছে। ৯৩জন সদস্য দেশ রাশিয়াকে বরখাস্তের পক্ষে ভোট দিয়েছে। ২৪টি সদস্য দেশ বিরুদ্ধে ভোটাধিকার প্রয়োগ করেছে। অন্যদিকে ৫৮টি দেশ ভোটাভুটি থেকে বিরত থেকেছে। আর তাৎপর্যপূর্ণভাবে সেই ভোটাভুটি থেকে বিরত থেকেছে ভারতও। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস ত্রিমূর্তি জানিয়েছেন, ভারত ভোটদানে বিরত থেকেছে।

সরকারিভাবে টুইট করে জানানো হয়েছে, মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়াকে বরখাস্ত করা সংক্রান্ত রেজলিউশন থেকে ভারত বিরত থেকেছে। পদ্ধতিগত কারণে ভারত এই পদক্ষেপ নিয়েছে। তবে একটি বিবৃতিতে ত্রিমূর্তি জানিয়েছেন, ভারত সমস্ত রকম হিংসার অবসান চায়। সম্প্রতি বুচ্চাতে সাধারণ মানুষকে হত্যা নিয়ে ভারত অত্যন্ত উদ্বেগ প্রকাশ করেছে। এনিয়ে স্বাধীন তদন্তেরও দাবি করেছে ভারত। সামগ্রিক পরিস্থিতিতে বিভিন্ন উন্নয়নশীল দেশে এর প্রভাব পড়ছে। খাবার ও শক্তিসম্পদের দাম ক্রমশ বাড়ছে। রাষ্ট্রসঙ্ঘের ভেতরে ও তার বাইরে যৌথভাবে কাজ করা উচিত বলে জানিয়েছেন টিএস ত্রিমূর্তি। পাশাপাশি সংঘাতেরও অবসান চেয়েছেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen