রুশ আক্রমণ থেকে রেহাই পাচ্ছে না মারিউপুল থিয়েটারে আশ্রয় নেওয়া ইউক্রেনবাসীরাও

নৃশংসতার চরমতম দৃষ্টান্ত স্থাপন করল রুশবাহিনী।

March 17, 2022 | 2 min read
Published by: Drishti Bhongi

নৃশংসতার চরমতম দৃষ্টান্ত স্থাপন করল রুশবাহিনী। প্রায় এক মাস হতে চলল অব্যাহত ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, কাতারে কাতারে মানুষ পালাচ্ছেন ইউক্রেন ছেড়ে। ইউরোপ জুড়ে শুরু হয়েছে শরণার্থী সংকট। এরই মধ্যে ১০০০-১২০০ জন ইউক্রেনবাসী আশ্রয় নিয়েছেন একটি থিয়েটারে। মারিউপুলের দক্ষিণে অবস্থিত ওই থিয়েটারে ক্রমাগত বোম বিস্ফোরণ করে চলেছে রুশ সেনা বাহিনী। এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করছেন মারিউপুলের ডেপুটি মেয়র স্যরজেই ওরলভ। এ পর্যন্ত হতাহতের কোন খবর নেই। স্থানীয় সাংসদের কথায়, থিয়েটারের বেসমেন্টে যারা আশ্রয় নিয়েছেন তারা বোমাতঙ্কে ভুগছেন।

মেয়রের উপদেষ্টা পেট্রো অ্যান্ড্রিউশ্চেনকো জানিয়েছেন, জরুরি কাজে নিযুক্ত কর্মীরা ক্রমাগত বোমা বিস্ফোরণের কারণে ওই থিয়েটারে প্রবেশ করতে পারছিল না। আন্তর্জাতিক এক সংবাদসংস্থা থিয়েটারে বোমা বিস্ফোরণের ঘটনার সত্যতা স্বীকার করেছে। থিয়েটারের ছবিটির সত্যতা নিশ্চিত করেছে। ছবিতে দেখা গিয়েছে থিয়েটারটি ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত। বিভিন্ন জায়গা থেকে ধোঁয়া নির্গত হচ্ছে। রাশিয়ার বোমারু বিমানের আঘাতে বিধ্বস্ত হয়েছে ইউক্রেনের বিভিন্ন চার্চ, হাসপাতাল, অ্যাপার্টমেন্ট। মারিউপুলের সিটি কাউন্সিল জানাচ্ছে, রাশিয়া উদ্দেশ্য প্রনোদিতভাবে ক্রমাগত থিয়েটারে আঘাত করে চলেছে। তাদের কথানুযায়ী, শান্তিপ্রিয় মারিউপুলবাসী প্রাণ বাঁচাতে যেখানে আশ্রয় নিয়েছে সেখানেই একটি বিমান থেকে বোমা নিক্ষেপ করা হচ্ছে। রাশিয়াকে যুদ্ধ অপরাধী বলে আখ্যায়িত করেছে ইউক্রেনের সিটি কাউন্সিল। ইউক্রেনের রাষ্ট্রপতি ভোলোডিমির জেলেনেস্কিই বোমা হামলার কথা স্বীকার করে জানিয়েছেন, রাশিয়া ইচ্ছাকৃতভাবে থিয়েটারে হামলা চালাচ্ছে। তাঁর কথায়, “আমাদের দেশবাসীর সঙ্গে রাশিয়া যা করছে, তা হৃদয় বিদারক।”

উপগ্রহ চিত্রেও এই রুশ আক্রমণের চিত্র ফুটে উঠেছে। ওখানেই বাচ্চা এবং বৃদ্ধরা আশ্রয় নিচ্ছেন। পরিস্থিতি ক্রমাগত খারাপ হচ্ছে। একটি সূত্র মারফত জানা গিয়েছে, এ পর্যন্ত রাশিয়া-ইউক্রেন যুদ্ধে শুধু মারিউপুলেরই ২৪০০ জন মারা গিয়েছেন। গণ কবরে নাগরিকদের সমাহিত করা হয়েছে। এখনও শহরে প্রায় ৩০০,০০০ নগরবাসী আটকা পড়ে আছেন। তাদের জল নেই, বিদ্যুৎ এবং জ্বালানি গ্যাসের পরিষেবাও বন্ধ। খাবারের যোগানও সীমিত। রুশ বাহিনী শহরবাসীর জন্য সামান্য জৈবিক উপাদানের সরবরাহটুকুও বন্ধ করে দিয়েছে। যদিও গোটা ঘটনা অস্বীকার করেছে রুশ প্রতিরক্ষামন্ত্রক। যদিও মারিউপুলের ডেপুটি মেয়র জানিয়েছেন, সাধারণ নাগরিকদের গাড়িতেও রুশ বাহিনী আক্রমণ চালিয়েছে। এমন অন্তত পাঁচটি ঘটনা ঘটেছে। শিশুরাও রেহাই।

রেড ক্রসের ইন্টারন্যাশনাল কমিটির সভাপতি পিটার মুরার নাগরিকদের এহেন পরিস্থিতিকে নারক যন্ত্রণার সঙ্গে তুলনা করেছেন। পাঁচ দিনের ইউক্রেন সফরে এসে তিনি মারিউপুলের পরিস্থিতকে দু:স্বপ্নের সমতুল্য বলে সংজ্ঞায়িত করেছেন। গত বুধবার খাবার কিনতে বেরোনো ১০ জন ইউক্রেনবাসী রুশ বোমারু বিমানের হামলায় মারা গিয়েছেন। স্থানীয় বিভিন্ন সূত্রে কিছু ভিডিও ফুটেজ পাওয়া গিয়েছে, যেগুলোতে দেখা যাচ্ছে রাস্তায় মৃতদেহ পড়ে রয়েছে। যদিও ভিডিওগুলোর সত্যতা যাচাই করা হয়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen