ভেঙে পড়ল রাশিয়ার লুনা ২৫-র ল্যান্ডার, ইতিহাস তৈরির পথে Chandrayaan 3

চন্দ্রযান ৩ রওনা হয়েছিল ১৪ই জুলাই ও লুনা ২৫ রওনা হয় ১০ই আগস্ট।

August 21, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
ভেঙে পড়ল রাশিয়ার লুনা ২৫-র ল্যান্ডার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লুনা ২৫ হল রাশিয়ান চন্দ্রযান। ভারতের চন্দ্রযান ৩ কে টেক্কা দিতে নাকি তড়িঘড়ি রাশিয়া চাঁদে পাঠিয়েছিল লুনা ২৫-কে।

চন্দ্রযান ৩ রওনা হয়েছিল ১৪ই জুলাই ও লুনা ২৫ রওনা হয় ১০ই আগস্ট। দেরি করে পাঠানো হলেও লুনা ২৫-এর চাঁদে পৌঁছানো কথা চন্দ্রযান ৩-র দু’দিন আগে।

জানা যাচ্ছে প্রযুক্তিগত সমস্যার কারণে লুনা ২৫-এর ল্যান্ডার চাঁদের কক্ষপথে প্রবেশ করতে ব্যর্থ হয়েছে। গতি সামলাতে না পেরে শেষ মুহূর্তে ভেঙে পড়ে লুনা ২৫। ইতিহাস তৈরির পথে চন্দ্রযান ৩-র প্রতিদ্বন্দ্বী ছিল লুনা ২৫। কিন্তু রাশিয়ান ল্যান্ডার আছড়ে পড়ায় ভারতের সামনে আর কোনও বাধা থাকল না। ইসরো জানাচ্ছে সমস্ত নিয়ম মেনে সফলভাবে মূল মহাকাশযান থেকে বিচ্ছিন্ন হয়েছে ল্যান্ডার ‘বিক্রম’। ধীরে ধীরে এগচ্ছে চাঁদের দিকে। মাত্র ২ দিনের অপেক্ষা। সব ঠিক থাকলে বুধবার বিকেলে সফ্ট ল্যান্ডিং করবে চন্দ্রযান ৩।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen