কলকাতার দুর্গাপুজো দেখে আপ্লুত সজ্জন জিন্দল, জানালেন বাংলায় বড়সড় বিনিয়োগের পরিকল্পনাও

October 3, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:৫০: বৃহস্পতিবার, দশমীতে নিউ আলিপুরের সুরুচি সংঘের ঠাকুর দেখতে এসেছিলেন শিল্পপতি সজ্জন জিন্দল (Sajjan Jindal)। পুজোয় ঠাকুর দেখতে এসে বাংলায় বিনিয়োগের কথা জানালেন তিনি। স্ত্রী সঙ্গীতা জিন্দলকে নিয়ে মাতৃ প্রতিমাকে প্রণাম করে সংবাদমাধ্যমের মুখোমুখি হন সজ্জন। পাশাপাশি বাংলার দুর্গাপুজো দেখে আপ্লুত হয়ে পড়েন তিনি। বলেন, “এখানে এসে দেখলাম যে, মণ্ডপসজ্জা একেবারে ভিন্ন ধরনের। আমরা মুম্বইতে থাকি। তাই আমরা সেখানকার গণপতি পুজোর কথাই জানি। কিন্তু এখানে এসে যা দেখছি, তা অন্য মাত্রার। এখানকার শিল্পী যা তৈরি করেছেন, তা সত্যিই অন্য মাত্রা পাচ্ছে। তাই তো এই উৎসব ইউনেস্কোর ঐতিহ্যে শামিল হয়েছে।”

 

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, তাঁর মাথায় অনেক পরিকল্পনা রয়েছে। কিন্তু এখন সব কিছু মা দুর্গার উপর নির্ভর করছে যে, তার কতটা বাস্তবায়িত করার সুযোগ দেবেন মা। বাংলায় বড় বিনিয়োগের পরিকল্পনা রয়েছে তাঁর। তিনি আরও বলেন, “আমি বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে নিজের মতামত জানিয়েছিলাম। মমতাদিদিরও সাহায্য পেয়েছি। ভবিষ্যতে জিন্দল গোষ্ঠীর এই রাজ্যে বড় বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।”

 

প্রথম কলকাতার দুর্গাপুজো দেখছেন বলেও জানান সজ্জন। জিন্দল গোষ্ঠীর কর্ণধার বলেন, তিনি প্রথমবার এসেছেন। তাঁর স্ত্রী সঙ্গীতা কলকাতার মানুষ, তাই বহু বার এসেছেন। এখানে আসায় ভাল অভিজ্ঞতা হল আমার। মোবাইলে মণ্ডপের ভিডিও রেকর্ডিং করেন সজ্জন। বলেন, ভিডিও রেকর্ডিং করেছেন। বিষয়গুলি তিনি স্মৃতিতে রাখতে চান। সময় পেলে দেখবেন, বা কখনও অবসর সময়ে ভিডিওগুলি দেখবেন, সন্তানদেরও দেখাবেন বলেও জানান।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen