বিজেপি শাসিত রাজ্যে ভেঙে পড়ল স্কুলের ছাদ! মৃত্যু হয়েছে বহু পড়ুয়ার,আশঙ্কাজনক অবস্থায় ভর্তি একাধিক জন

শুক্রবার সকালে ভয়াবহ দুর্ঘটনা রাজস্থানের(Rajasthan) ঝালাওয়াড়ের মনোহর থানা এলাকার পিপলোড়ি গভর্নমেন্ট স্কুলে।

July 25, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:০০: শুক্রবার সকালে ভয়াবহ দুর্ঘটনা রাজস্থানের(Rajasthan) ঝালাওয়াড়ের মনোহর থানা এলাকার পিপলোড়ি গভর্নমেন্ট স্কুলে। টানা বৃষ্টির কারণে ভেঙে পড়লো স্কুলের ছাদ। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে চারজন স্কুল পড়ুয়ার। আহতের সংখ্যা প্রায় ২০জনের কাছাকাছি। কিছুদিন আগে ভারতবর্ষের(India) প্রতিবেশী দেশ বাংলাদেশের(Bangladesh) একটি স্কুলের উপর বিমান ভেঙে পড়ায় মৃত্যু হয়েছে একাধিক পড়ুয়ার। এবার সেই ঘটনার ছায়া বিজেপি(BJP) শাসিত রাজস্থানে। কয়দিন যাবত রাজস্থানে অতিভারি বৃষ্টি হচ্ছে। এর ফলে ভোগান্তির সৃষ্টি হয়েছে গোটা রাজ্য জুড়ে।

এই ঘটনাটি ঘটে শুক্রবার ঠিক সকাল ৮ নাগাত। প্রতিদিনির মতন সকালে নির্দিষ্ট সময়ে স্কুল চলছিল ঠিক তখনই আচমকাই ভেঙে পড়ে সেই স্কুলের ছাদ। একাধিক পড়ুয়ার মৃত্যু হয়। সঙ্গে সঙ্গে আহত হয়েছেন অনেক পড়ুয়ারা। এখনো সেই ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন একাধিক পড়ুয়া। তাদেরও এখনও উদ্ধার করার কাজ চলছে। সেই সময় প্রায় ৪০ থেকে ৫০ জন পড়ুয়া উপস্থিত ছিল স্কুলে। সেই সময় আচমকা ভেঙে পড়ে স্কুলের ছাদ। এই দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই স্থানীয় লোকেরা ছুটে আসে সে স্কুলে। তারাই প্রথম উদ্ধার কাজ চালানো শুরু করে। পরে খবর দেওয়া হয় পুলিশ,প্রশাসন এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট দলকে।

প্রশাসনের তরফ থেকে জানানো হয় সেই সময় স্কুলে প্রায় 40 থেকে 50 জন পড়ুয়া সহ শিক্ষক- শিক্ষা কর্মীরা উপস্থিত ছিলেন স্কুলে। আচমকাই সেই স্কুলের ছাদ ভেঙে পড়ায় তার নিচে আটকে পড়েন একাধিক শিক্ষক এবং পড়ুয়াড়া।

এই ঘটনা সম্পর্কে সেই ঝালাওয়াড় থানার পুলিশ সুপার অমিত কুমার পিটিআইকে জানিয়েছেন, এই ঘটনায় চারজন পড়ুয়ার মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ১৭ জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা খুব আশঙ্কাজনক। তাদের স্থানীয় হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এত বড় ঘটনার পর সহজাতই প্রশ্ন উঠছে কেন এই ঘটনা ঘটলো? স্কুলের অন্তর্গত স্থানীয় মানুষরা বলছেন এই স্কুলবাড়িটি বেশ অনেক বছর পুরোনো। এখানে প্রাইমারি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত চলত পঠন পাঠন ।বারবার এটিকে সংস্করণ করার কথা বলা হলেও সরকারের তরফে কোন পদক্ষেপ নেওয়া হয়নি। স্বভাবতই প্রশ্ন উঠছে বিজেপি শাসিত রাজ্যে এমন ঘটনা ঘটার পর প্রশাসনের দায়িত্ব কতটা ছিল তা নিয়ে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen