পঞ্চমী থেকে দশমী পর্যন্ত হাওড়া, শিয়ালদা ডিভিশনে মিলিয়ে একাধিক বিশেষ ট্রেন, রইল সেই তালিকা

September 27, 2025 | < 1 min read
Published by: Proteem Basak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৩০: পঞ্চমী থেকে দশমী পর্যন্ত কলকাতা ও সংলগ্ন জেলায় ভিড় নিয়ন্ত্রণ করতে হাওড়া এবং শিয়ালদা ডিভিশনে মিলিয়ে একাধিক বিশেষ লোকাল চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। মণ্ডপে মণ্ডপে ঠাসা মানুষের ঢল সামলাতে প্রতি বছরই মাথাব্যথা বাড়ে রেল দপ্তরের। তাই এই সিদ্ধান্ত। হাওড়া ডিভিশনেও পুজোর দিনগুলোতে চালানো হবে ৮ জোড়া স্পেশ্যাল ট্রেন। রাতভর বর্ধমান, ব্যান্ডেল ও তারকেশ্বর রুটে চলবে এই অতিরিক্ত ইএমইউ। একনজরে দেখে নিন বিশেষ ট্রেনগুলির তালিকা-

হাওড়া–বর্ধমান (ডানকুনি হয়ে): হাওড়া থেকে রাত ১:১৫-এ ছাড়বে, পৌঁছবে ভোর ৩:২০-এ। ফেরত বর্ধমান থেকে রাত ১০:৩০-এ ছাড়বে, পৌঁছবে রাত ১২:৪৫-এ।

হাওড়া–ব্যান্ডেল: হাওড়া থেকে রাত ১টায় ছাড়বে, পৌঁছবে রাত ২:০৫-এ। ব্যান্ডেল থেকে ফেরত রাত ১১:৩০-এ ছাড়বে, পৌঁছবে রাত ১২:৩৫-এ।

শেওড়াফুলি–তারকেশ্বর: শেওড়াফুলি থেকে রাত ১২:৩০-এ ছাড়বে, পৌঁছবে রাত ১:২০-এ। ফেরত তারকেশ্বর থেকে রাত ১১:১৫-এ ছাড়বে, পৌঁছবে রাত ১২:০৫-এ।

পাশাপাশি বেশ কয়েকটি নিয়মিত ট্রেনের সময়েও পরিবর্তন আনা হয়েছে। যেমন, ৬৩৫০১ হাওড়া–বর্ধমান (ব্যান্ডেল হয়ে) মেমু এবার রাত ১:৪৫-এ হাওড়া থেকে ছাড়বে এবং ব্যান্ডেল পর্যন্ত প্রতিটি স্টেশনে থামবে।

আবার ৩৭২২০ ব্যান্ডেল–হাওড়া লোকাল পুজোর দিনগুলোতে ভোর ৫:৪০ মিনিটে ব্যান্ডেল থেকে ছাড়বে।

শিয়ালদা ডিভিশনেও থাকছে বাড়তি সুবিধা। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত চলবে মোট ৩১টি স্পেশ্যাল লোকাল ট্রেন। এর মধ্যে শিয়ালদহ মেন ও উত্তর শাখায় ১৯টি এবং দক্ষিণ শাখায় ১২টি লোকাল চালানো হবে। ফলে শহরতলি ও মফস্বল থেকে আসা মানুষদের জন্য প্যান্ডেল হপিং আরও সহজ হয়ে উঠবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen