পয়লা বৈশাখে হতে পারে শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধন

এক মেট্রো কর্তার বক্তব্য, আগামী কয়েকদিনের মধ্যেই সেসব কাজ সেরে ফেলা হবে।

March 26, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

শর্ত সাপেক্ষে কমিশনার অব রেলওয়ে সেফটির (সিআরএস) চূড়ান্ত ছাড়পত্র পেল শিয়ালদহ মেট্রো স্টেশন। ফলে ফুলবাগান থেকে শিয়ালদহ পর্যন্ত সম্প্রসারিত রুটে মেট্রোর যাত্রা স্রেফ সময়ের অপেক্ষা। সব কিছু ঠিকঠাক থাকলে পয়লা বৈশাখ যাত্রী নিয়ে শিয়ালদহে ঢুকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো। সম্প্রসারিত রুট ও শিয়ালদহ স্টেশনের সামগ্রিক পরিকাঠামো ও যাত্রী সুরক্ষা নিয়ে মোটের উপর সন্তোষ প্রকাশ করেছিলেন তিনি। বৃহস্পতিবার রাতে বহু প্রতীক্ষিত সেই সবুজ সঙ্কেত মেট্রো ভবনে এসে যায়। সেখানে কয়েকটি সুপারিশের কথা বলা হয়েছে।

এক মেট্রো কর্তার বক্তব্য, আগামী কয়েকদিনের মধ্যেই সেসব কাজ সেরে ফেলা হবে। এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এদিকে, ইস্ট-ওয়েস্ট মেট্রোর অন্তর্গত সিটি সেন্টার স্টেশনের বিপণনের জন্য এক রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থার চুক্তি হল কর্তৃপক্ষের। মেট্রো স্টেশনের নামের পরে ওই সংস্থা নিজেদের নাম ব্যবহার করতে পারবে। এদিন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরার উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen