Naxal: সুকমায় নিরাপত্তাবাহিনীর বড় সাফল্য, জেলা মিলিশিয়া কমান্ডার-সহ তিন নকশাল নিহত

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:২৭: ছত্তিশগড়ের সুকমা জেলায় মাওবাদী দমনে নিরাপত্তাবাহিনী এক গুরুত্বপূর্ণ সাফল্যে রবিবার সকালেই সংঘর্ষে নিহত করেছে তিন নকশাল, যাদের মাথার উপর মোট ১৫ লক্ষ টাকার পুরস্কার ছিল। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি, যার মধ্যে রয়েছে ৩০৩ রাইফেল এবং বিইজিএল লঞ্চার। পুলিশ জানিয়েছে, ভোরের দিকে সূত্র মারফৎ নকশালদের উপস্থিতির খবর পেয়ে অভিযানে নামে বাহিনী। ঘন জঙ্গল ও পাহাড়ঘেরা এলাকায় শুরু হয় সংঘর্ষ।
নিহতদের মধ্যে রয়েছে মিলিশিয়া কমান্ডার এবং কন্টা এরিয়া কমিটির সদস্য মাদভি দেবা, যিনি স্নাইপার ছিলেন। এছাড়া রয়েছে পডিয়াম গঙ্গি, কন্টা এরিয়া কমিটির সিএনএম কমান্ডার, এবং সোদী গঙ্গি, কিস্তারাম এরিয়া কমিটির সদস্য। তিনজনের মধ্যেই দু’জন মহিলা নকশাল এবং প্রত্যেকের মাথার ওপর ৫ লক্ষ টাকা করে পুরস্কার ছিল।
এই অভিযানের পর এই বছর বস্তরে নিহত মাওবাদীর সংখ্যা দাঁড়াল ২৩৩। এর মধ্যে রয়েছে কেন্দ্রীয় কমিটি সদস্য, ডিকেএসজেডসি সদস্য এবং পিএলজিএর বিভিন্ন স্তরের ক্যাডার। ছত্তিশগড় জুড়ে চলতি বছরে মোট ২৬২ মাওবাদী নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে, যার মধ্যে ২৭ জন গরিয়াবন্দ জেলায় এবং দু’জন দুর্গ বিভাগের মোহলা-মানপুর-আমবাগড় চৌকিতে।
বর্তমানে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালাচ্ছে ডিআরজি, বস্তর ফাইটার্স, সিআরপিএফ-সহ বিভিন্ন নিরাপত্তা বাহিনী। অভিযান সম্পূর্ণ হলে বিস্তারিত সরকারি প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।