৬০ বছরের ঊর্দ্ধে সকল প্রবীণ নাগরিকরাই পাবেন বুস্টার ডোজ

প্রাথমিকভাবে শুধুমাত্র কো-মর্বিডিটি থাকা প্রবীণ নাগরিকদের করোনা টিকার বুস্টার ডোজ প্রদান করা হচ্ছিল।

March 14, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

এবার ৬০ বছরের ঊর্ধ্বে সকল মানুষকে করোনাভাইরাস টিকার ‘প্রিকশন ডোজ’ বা বুস্টার ডোজ প্রদান করা হবে। আগামী বুধবার (১৬ মার্চ) থেকে সেই কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছে কেন্দ্র। প্রাথমিকভাবে শুধুমাত্র কো-মর্বিডিটি থাকা প্রবীণ নাগরিকদের করোনা টিকার বুস্টার ডোজ প্রদান করা হচ্ছিল। এবার ৬০ বছর হলেই সকল ব্যক্তিকে বুস্টার ডোজ প্রদান করা হবে বলে জানাল কেন্দ্র। 

সোমবার টুইটারে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া বলেন, ‘এবার ষাটোর্ধ্ব সকলে প্রিকশন ডোজ নিতে পারবেন।’ গত ১০ জানুয়ারি থেকে দেশজুড়ে প্রথমসারির করোনাভাইরাস যোদ্ধা, স্বাস্থ্যকর্মী এবং কো-মর্বিডিটি থাকা প্রবীণ নাগরিকদের করোনাভাইরাস টিকার বুস্টার ডোজ প্রদান করা হচ্ছে। সেইসঙ্গে আগামী বুধবার (১৬ মার্চ) থেকে দেশে ১২-১৪ বছরের শিশুদের করোনাভাইরাস টিকা প্রদান করা হবে। সোমবার টুইটারে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া বলেন, ‘বাচ্চারা সুরক্ষিত তো, দেশ সুরক্ষিত থাকবেে। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আগামী ১৬ মার্চ থেকে দেশে ১২-১৪ বছরের বাচ্চাদের করোনাভাইরাস টিকাকরণ কর্মসূচি শুরু হবে।’

গত ৩ জানুয়ারি থেকে দেশজুড়ে ১৫-১৮ বয়সিদের টিকাকরণ শুরু করা হয়েছিল। তার ফলে দশম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের শরীরের করোনার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠতে শুরু করেছে। এবার ১২-১৪ বয়সিদেরও টিকা কর্মসূচি শুরু হওয়ার ফলে আরও বেশি সংখ্যক স্কুলপড়ুয়ার শরীরে করোনার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠতে শুরু করবে। যা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মত সংশ্লিষ্ট মহলের। কারণ বর্তমানে স্কুল খুলে গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen