SIR নিয়ে গুরুতর অভিযোগ রাজস্থানে, মুসলিম নাম কাটতে চাপ BLO-কে!

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০.৪০: SIR নিয়ে গুরুতর অভিযোগ এনে রাজস্থানে আত্মহত্যার হুমকি BLO-র। গত বিধানসভা ভোটে কম মার্জিনে জেতা বিজেপি প্রার্থীদের কেন্দ্রগুলিতে একতরফা মুসলিম ভোটারদের নাম খসড়া এসআইআর লিস্ট থেকে বাদ দেওয়ার জন্য তাঁর ওপর প্রবল চাপ আসছে বলে দাবি করেছেন জয়পুরের মুসলিম অধ্যুষিত হাওয়া মহল বিধানসভা কেন্দ্রের বিএলও কীর্তি কুমার।
পেশায় সরকারি স্কুলের শিক্ষক কীর্তি জানিয়েছেন, তাঁর বুথের ৪৭০ জন অর্থাৎ প্রায় ৪০ শতাংশ ভোটারের নামে আপত্তি তুলে বিজেপি খসড়া থেকে সেগুলি বাদ দিতে এমন চাপ, হুমকি দিচ্ছে যা সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছে।
কীর্তির দাবি, বিজেপির আপত্তি তোলা নামগুলি মুসলিম ভোটারদের। তিনি খতিয়ে দেখেছেন, সবাই বৈধ! কীর্তির ভিডিও ক্লিপে শোনা যাচ্ছে, স্থানীয় বিজেপি কাউন্সিলর সুরেশ সাহানিকে তিনি ফোনে বলছেন, গোটা বস্তির ভোটারদের নাম হয়তো কেটে দেব যাতে আপনার, ‘মহারাজে’র সহজে ভোটে জিততে সুবিধা হবে।
এভাবে প্রকাশ্যে আত্মহত্যার সিদ্ধান্ত ঘোষণা করে শোরগোল ফেলে দিয়েছেন রাজস্থানের এই বিএলও। সেই ভিডিও ভাইরাল হয়েছে। (যদিও তার সত্যতা যাচাই করে দেখেনি ‘দৃষ্টিভঙ্গি’)। এর আগে বিজেপি শাসিত রাজ্যে দিনরাত এক করে এসআইআরের কাজ করতে বাধ্য হওয়ায় শারীরিক, মানসিক ধকল সইতে না পেরে অন্তত তিনজন বিএলও-র মৃত্যু হয়েছে বলে তাঁদের পরিবারের অভিযোগ। অ্যাপের গন্ডগোল, পর্যাপ্ত ট্রেনিং না দিয়ে ভোটের কাজে নামানোর অভিযোগও রয়েছে। কিন্তু সংখ্যালঘু নাম লিস্ট থেকে কেটে দেওয়ার ফতোয়া দিয়ে চাপসৃষ্টির অভিযোগ এই প্রথম শোনা গেল।