হাসপাতালে গুরুতর অসুস্থ শিশুকে চড়, চিকিৎসায় অস্বীকৃতি ডাক্তারের: রোগীর নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে মোদীর রাজ্য

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৪৮: গুজরাতের চিকিৎসা ব্যবস্থার মানবিকতা ও নিরাপত্তা নিয়ে উঠল বড়সড় প্রশ্ন। আমেদাবাদে সোলা সিভিল হাসপাতালে (Civil Hospital Sola) গুরুতর অসুস্থ এক শিশুকে নিয়ে হাসপাতালে পৌঁছেছিলেন আশিক ছাওড়া নামে এক ব্যক্তি। শিশুটি প্রবল জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিল, কিন্তু শিশুরোগ বিভাগে কোনও চিকিৎসক উপস্থিত ছিলেন না। পরে এক চিকিৎসক এলেও, পরিবারের অভিযোগ, তিনি মোবাইল ফোনে ব্যস্ত ছিলেন এবং শিশুকে দেখার অনুরোধে ক্ষুব্ধ হয়ে ওঠেন।
পরিবারের সদস্যরা চিকিৎসকের আচরণে বিরক্ত হয়ে তাঁর ভিডিও করতে শুরু করেন। তাতেই আরও উত্তেজিত হয়ে চিকিৎসক আশিক ছাওড়াকে প্রকাশ্যে চড় মারেন। শুধু তাই নয়, তিনি শিশুর চিকিৎসা করতে অস্বীকার করেন এবং বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী বললেও আমি এই শিশুর চিকিৎসা করব না।” ঘটনাস্থলে উপস্থিত নিরাপত্তা রক্ষীও কোনও হস্তক্ষেপ করেননি, যা আরও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়েছে, যদিও তার সত্যতা এখনও যাচাই হয়নি। গুজরাত (Gujarat) প্রশাসন ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।
বাংলায় চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে বারবার সরব হয় বিজেপি (BJP), কিন্তু এই ঘটনায় দেখা গেল, চিকিৎসকের (Doctors) হাতেই আক্রান্ত হলেন রোগীর আত্মীয়, এবং অসুস্থ শিশুকে চিকিৎসা না দিয়ে অমানবিক আচরণ করা হল। হাসপাতালের নিরাপত্তা (Hospital security) ব্যবস্থাও প্রশ্নের মুখে, যেখানে নিরাপত্তা কর্মীর সামনেই ঘটে গেল এমন ঘটনা।