চাপে পড়ে কোভিশিল্ডের দাম কমালো সেরাম ইনস্টিটিউট

সারা বিশ্বে ভারতে করোনা টিকা সবচেয়ে বেশি দামে বিক্রি করছে এই সংস্থা।

April 28, 2021 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

চাপে পড়ে পিছু হঠল সেরাম ইনস্টিটিউট (Serum Institute)। রাজ্য সরকারকে কোভিশিল্ড (CoviShield) টিকা ৪০০ থেকে কমিয়ে ৩০০ টাকা প্রতি ডোজ বিক্রি করার সিদ্ধান্ত সংস্থার। যদিও কেন্দ্র পাবে ১৫০ টাকা/ডোজ হারেই। খোলাবাজারে ৬০০ টাকাই দাম থাকছে।

কিছুদিন আগে সংস্থার তরফে ঘোষণা করা হয় রাজ্যগুলিকে ৪০০ টাকা প্রতি ডোজ হারে টিকা বিক্রি করবে সেরাম ইন্সটিটিউট। এরপরই সমালোচনার ঝড় ওঠে। কেন্দ্র-রাজ্যের মধ্যে কেউ বৈষম্য নিয়ে সরব হন একাধিক বিরোধী নেতা। সাধারণ মানুষও ক্ষোভ উগড়ে দেন।

উল্লেখ্য, সারা বিশ্বে ভারতে করোনা টিকা সবচেয়ে বেশি দামে বিক্রি করছে এই সংস্থা। এই বিষয়ে ইতিমধ্যেই বিতর্ক দানা বেঁধেছে দেশজুড়ে। সেরাম কর্তার সাফাই, তাদের লাভের অংশ খুবই সামান্য। তবুও, জনসাধারণের প্রশ্ন, জনস্বাস্থ্যের ক্ষেত্রে লাভ লোকসান বিচার করা কতটা নৈতিক?

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen