মোদী-ব্যানন বৈঠক করাতে সক্রিয় ছিলেন যৌন অপরাধী এপস্টিন, ফাঁস হওয়া নথিতে বিস্ফোরক তথ্য

November 23, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:০০: মার্কিন হাউস ওভারসাইট কমিটির প্রকাশিত নথি ও ড্রপ সাইট নিউজের হাতে পাওয়া ১৮ হাজার ইমেল থেকে পাওয়া তথ্য থেকে জানা যাচ্ছে যে, যৌন অপরাধী জেফ্রি এপস্টিন (Jeffrey Epstein) ২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও প্রাক্তন হোয়াইট হাউস কৌশলবিদ স্টিভ ব্যাননের (Steve Bannon) মধ্যে বৈঠক করাতে সক্রিয়ভাবে চেষ্টা চালিয়েছিলেন। মোদীর র্নির্বাচনের ঠিক কয়েক সপ্তাহ আগে তিনি ব্যাননকে একাধিক বার বার্তা পাঠিয়ে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তুলে ধরেন। এক বার্তায় তিনি লেখেন, ব্যাননের “মোদীর সঙ্গে দেখা করা উচিত”, পরে আরও জানিয়েছিলেন “মোদী রাজি আছেন।”

মোদীর বিজয়ের দিন ব্যানন এপস্টিনকে জানান যে তিনি ভারতের জন্য মোদীকে কেন্দ্র করে এক ঘণ্টার অনুষ্ঠান করছেন। জবাবে এপস্টিন লেখেন, মোদীর প্রধান লক্ষ্য “চীনকে ঠেকানো।” এরপরও তিনি ব্যাননকে চাপ দিতে থাকেন, দাবি করেন ভারত ও যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ একই পথে চলছে। তিনি আরও বলেন, ব্যানন “একটি গুরুত্বপূর্ণ সুযোগ হাতছাড়া করছেন”, এমনকি রসিকতার ছলে উল্লেখ করেন কাপড়ের লেবেল দেখলেই বোঝা যায় বিশ্বের দৌড়ে ভারত ও চীনের প্রভাব কতটা।

ভারত বহু বছর ধরে ফিলিস্তিনের (Palestine) স্বাধীনতার পক্ষে সরব থাকলেও সাম্প্রতিক সময়ে ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা, প্রযুক্তি ও বাণিজ্যিক সম্পর্ক বহুগুণে বেড়েছে। ড্রপ সাইটের তথ্য বলছে, এই পরিবর্তন স্পষ্ট হওয়ার আগে থেকেই ২০১৪ থেকে ২০১৭ সালের ব্যক্তিগত সূচিতে এপস্টিন ও ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য হরদীপ সিং পুরীর (Hardeep Singh Puri) সঙ্গে একাধিক বৈঠকের উল্লেখ ছিল, যদিও তখন তিনি অপরাধে দোষী সাব্যস্ত হননি।

ফাঁস হওয়া ইমেইলে আরও দেখা গিয়েছে, ভারত-ইসরায়েল সমন্বয় নিয়ে এপস্টিন সরাসরি যোগাযোগ করেছিলেন শিল্পপতি অনীল আম্বানির (Anil Ambani) সঙ্গে। এই সময় আম্বানির সংস্থা রিলায়েন্স ডিফেন্স (Reliance Defence) ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত রাফায়েল সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে বড় এক প্রতিরক্ষা প্রকল্পে এগোচ্ছিল। পাশাপাশি ২০০৬ সাল থেকেই এপস্টিন ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন, দুবাইয়ে সম্পত্তি কেনার চেষ্টা থেকে শুরু করে ভারতের বিলাসপণ্য বাজারে বিনিয়োগ আকর্ষণের চেষ্টাও করছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen