‘ও ও জানে জানার’ তালে শাহরুখ–সালমানের জমজমাট নাচ, ভাইরাল স্টার জুটির রিইউনিয়ন ভিডিও

November 19, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৩৫: বলিউডের কিংবদন্তি জুটি শাহরুখ খান ও সালমান খান—যাঁদের অনুরাগীরা ‘করন-অর্জুন’ নামেই বেশি চেনেন—আবারও একসঙ্গে দেখা দিলেন দিল্লির এক তারকাখচিত বিয়ের আসরে। তিন দশকের বন্ধুত্ব, একসঙ্গে অসংখ্য ব্লকবাস্টার এবং তাঁদের প্রতি ভক্তদের উন্মাদনা—সব মিলিয়ে এই পুনর্মিলনী আবারও সোশ্যাল মিডিয়া দাপিয়ে বেড়াচ্ছে।

ইতিমধ্যে নেটমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দুই সুপারস্টার উষ্ণ আলিঙ্গনে একে অপরকে স্বাগত জানাচ্ছেন। তবে যেটা ভক্তদের সবচেয়ে বেশি চমকে দিয়েছে, তা হল ১৯৯৮ সালের কালজয়ী গান ‘ও ও জানে জানারা’ তালে শাহরুখ ও সালমানের একসঙ্গে নাচ। সালমানের পেয়ার কিয়া তো ডরনা কিয়া ছবির গানটিতে কিং খান নিখুঁতভাবে পুরোনো স্টেপগুলো মনে রেখে ভাইজানের সঙ্গে তাল মেলান—যা দেখে দু’জনের রসায়নে আবারও মুগ্ধ হয়েছে নেটিজেনরা।

 

View this post on Instagram

 

A post shared by Drishtibhongi (@drishtibhongi)

ইভেন্টে শাহরুখ আরও এক ধাপ এগিয়ে সালমানকে পরিচয় করিয়ে দেন পুরোপুরি বলিউডি স্টাইলে। এক ভক্ত শেয়ার করা ভিডিওতে শোনা যায়—“যিনি TIGER, আমাদের সবার BHAIJAAN, যিনি SULTAN… আমার ভাই, আমার বন্ধু—সালমান খান!”—এমন পরিচয় পেয়ে মঞ্চ জমে ওঠে করতালিতে।

এদিকে দুই সুপারস্টারের পরবর্তী সিনেমাও বড়সড় আলোচনা তৈরি করেছে। সালমানকে দেখা যাবে Battle of Galwan ছবিতে, যা ২০২০ সালের ভারত-চীন সংঘর্ষের প্রেক্ষাপটে নির্মিত। ছবিটি ২০২৬ সালের জুনে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে শাহরুখ ফিরছেন অ্যাকশনধর্মী King নিয়ে, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিটি ২০২৬ সালের এপ্রিলেই প্রেক্ষাগৃহে আসার কথা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen