খুনের হুমকি শাহরুখকে, Y+ নিরাপত্তা পাচ্ছেন অভিনেতা

অভিনেতার প্রাণনাশের আশঙ্কা আছে বলে গোয়েন্দা পুলিশ খবর পেয়েছে।

October 9, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
Y+ নিরাপত্তা পাচ্ছেন অভিনেতা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সুপারস্টার শাহরুখ খানের Pathaan ও Jawan সাফল্যের পরে অভিনেতাকে খুনের হুমকি দেওয়া হয়েছে। যার ফলে মহারাষ্ট্র সরকার তাঁর নিরাপত্তা বাড়িয়েছে। শাহরুখকে এখন সরকার Y+ নিরাপত্তা দেবে।

Y+ এ, ৬ ব্যক্তিগত নিরাপত্তা অফিসার এবং ৫টি অস্ত্র ২৪ ঘন্টা শাহরুখ খানের সাথে থাকবে। অভিনেতার প্রাণনাশের আশঙ্কা আছে বলে গোয়েন্দা পুলিশ খবর পেয়েছে। এর আগে তাঁর নিরাপত্তায় ছিলেন মাত্র ২ পুলিশ।

সম্প্রতি, তার ছবি Pathaan এবং Jawan হিট হওয়ার পরে শাহরুখ আন্ডারওয়ার্ল্ড এবং গ্যাংস্টারদের রাডারে রয়েছেন। এর আগে, আরেক সুপারস্টার, সালমান খান লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের থেকে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন, যার পরে তাঁর নিরাপত্তাও বাড়ানো হয়েছিল।

শাহরুখ খান মহারাষ্ট্র সরকারের কাছে লিখিত অভিযোগ দিয়েছিলেন যে ‘পাঠান’ এবং ‘জওয়ান’ ছবির পর তাঁকে খুনের হুমকি দেওয়া হয়েছিল। Jawan সিনেমায় কিছু বাস্তব চিত্র তুলে ধরাতেই খুনের হুমকির মুখে পড়তে হল সুপারস্টার শাহরুখ খানকে, মত শাহরুখ ভক্তদের ও সাধারণ মানুষদের।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen