নেক্সট জেনারেশন কাপে দুরন্ত বাঙালি কোচ শঙ্করলালের ছেলেরা

২০১২ সাল থেকে বাংলার ফুটবল সংস্থায় সহকারী কোচ হিসাবে কোচিং করাচ্ছেন শঙ্করলাল।

August 6, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
নেক্সট জেনারেশন কাপে দুরন্ত বাঙালি কোচ শঙ্করলালের ছেলেরা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রবিবার, বার্মিংহ্যামে নেক্সট জেনারেশন কাপে ইতিহাস লিখল শঙ্করলালের ছেলেরা। টানা দ্বিতীয় জয় ছিনিয়ে নিল পঞ্জাব এফসি। ২-০ গোলে অ্যাস্টন ভিলা এফসি-কে হারিয়ে, তৃতীয় স্থান ছিনিয়ে নিল পঞ্জাব এফসি। শঙ্করলাল চক্রবর্তীর কোচিংয়ে এভারটনকে হারিয়েছিল পঞ্জাব এফসি।

২০১২ সাল থেকে বাংলার ফুটবল সংস্থায় সহকারী কোচ হিসাবে কোচিং করাচ্ছেন শঙ্করলাল। ২০১৪ সালে মোহনবাগানের সহকারী কোচ হন। ২০১৫ সালে আই লিগজয়ী মোহনবাগান দলের সহকারী কোচ ছিলেন শঙ্করলাল। সঞ্জয় সেনের পরে বাগানের কোচ হন শঙ্করলাল। মোহনবাগানকে কলকাতা লিগ জিতিয়েছিলেন তিনি। পরে ভবানীপুরের দায়িত্ব নেন শঙ্করলাল।

খেলোয়াড় জীবন হঠাৎ করেই থেমে গিয়েছিল তাঁরা। কলকাতা ডার্বিতে ইস্টবেঙ্গলের হয়ে খেলছিলেন। মোহনবাগানের হয়ে খেলছিলেন চিমা। শঙ্করের পায়ের উপর দিয়ে হেঁটে যান তিনি। তাতে ভেঙে গিয়েছিল শঙ্করের পা। শেষ হয়ে যায় শঙ্করের খেলোয়াড় জীবন। ২০২৩ সালে প্রথম বাঙালি হিসাবে কোচিংয়ের প্রো লাইসেন্স পান শঙ্করলাল চক্রবর্তী।

অন্যদিকে, দ্বিতীয় ভারতীয় দল হিসাবে নেক্সট জেনারেশন কাপের একক সংস্করণে দু’টি ইংলিশ প্রিমিয়ার লিগের দলকে পরাজিত করল পঞ্জাব। এভারটন এফসির পর অ্যাস্টন ভিলাকেও রবিবার হারায় পঞ্জাব। ম্যাচের ১৩ মিনিটের মাথায় মহম্মদ সুহেল অসাধারণ ড্রিবল করে বল বাড়িয়ে দেন ওমাংকে। পেনাল্টি বক্সের ভিতর ফাউল করে বসেন প্রতিপক্ষের ডিফেন্ডার। পেনাল্টি মেলে। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি ম্যাংলেথাং কিপগেন। ম্যাচের ৩৫তম মিনিটে দ্বিতীয় গোল করেন ওমাং দোদুম। পঞ্জাবের এহেন জয়ের পিছনে শঙ্করলাল চক্রবর্তীর বড় ভূমিকা রয়েছে, মানছে গোটা ভারত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen