ফাঁসির পর এবার ২১ বছরের কারাদণ্ড, কোন মামলায় সাজা পেলেন হাসিনা?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৩০: সম্প্রতি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছিল। এবার ২১ বছরের জেল ও জরিমানা হল শেখ হাসিনার (Sheikh Hasina)। বৃহস্পতিবার, ঢাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের উপনগরীতে প্লট বন্টনে দুর্নীতির অভিযোগে প্রাক্তন প্রধানমন্ত্রীকে একুশ বছরের কারাদণ্ডের সাজা দিয়েছেন ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মহম্মদ আব্দুল্লাহ আল মামুন।
উল্লেখ্য, ১৭ নভেম্বর মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে। প্লট বন্টনে দুর্নীতির অভিযোগে তিনটি মামলা আদালতে বিচারাধীন ছিল। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০২৪ সালেই মামলাগুলি দায়ের হয়। প্রতিটি মামলায় সাত বছর করে মোট ২১ বছরের কারাদণ্ডের সাজা হয়েছে হাসিনার।
প্রধানমন্ত্রী থাকাকালীন হাসিনা ঢাকার পূর্বাচলে একটি আধুনিক উপনগরী গড়ে তোলার সিদ্ধান্ত নেন। কাজের বরাত দেওয়া হয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে। অভিযোগ, পরিবারের সদস্যদের প্লট পাইয়ে দিয়েছেন হাসিনা। হাসিনা ছাড়াও তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, শেখ হাসিনার বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, মেয়ে আজমিনা সিদ্দিক এবং বেশ কয়েকজন সরকারি আধিকারিকের নাম রয়েছে এই প্লট দুর্নীতিতে। হাসিনার সন্তান ও আত্মীয়দের নামে রয়েছে আরও তিন মামলা। আগামী ১ ডিসেম্বর তিন মামলার রায় ঘোষণা হবে।