সন্তানের মঙ্গলকামনায় শীতলষষ্ঠী ব্রত: জেনে নিন তিথি, সময় ও রীতি

January 22, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:১৫: সন্তানের মঙ্গলকামনায় পালিত এক গুরুত্বপূর্ণ ব্রত শীতলষষ্ঠী। সরস্বতী পুজোর পরের দিন মাঘ মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে এই ব্রত পালন করা হয়। অঞ্চলভেদে এটি শীতলষষ্ঠী, শীলষষ্ঠী বা গোটাষষ্ঠী নামেও পরিচিত।
নাম যেমন ভিন্ন, তেমনই ভিন্ন আচার-রীতিও।

এই তিথিতে আগের দিনের রান্না করা ঠান্ডা খাবার (শীতল আহার) গ্রহণের রীতি রয়েছে—এই কারণেই নাম শীতলষষ্ঠী।

শীলষষ্ঠীতে ‘শীল’কে ষষ্ঠীদেবী রূপে পুজো করা হয়, আর গোটাষষ্ঠীতে কলাই ডাল ও গোটা সব্জি রান্না করে ষষ্ঠীদেবীকে ভোগ নিবেদন করা হয়। রীতি ও নামের ভিন্নতা থাকলেও মূল উদ্দেশ্য একটাই—সন্তানের সুস্থতা, দীর্ঘায়ু ও মঙ্গলকামনা।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে

ষষ্ঠী তিথি আরম্ভ-
ইংরেজি: ২৩ জানুয়ারি, শুক্রবার
বাংলা: ৯ মাঘ, শুক্রবার
সময়: মধ্যরাত ১টা ৪৮ মিনিট

ষষ্ঠী তিথি শেষ-
ইংরেজি: ২৪ জানুয়ারি, শনিবার
বাংলা: ১০ মাঘ, শনিবার
সময়: রাত ১২টা ৪০ মিনিট

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে

ষষ্ঠী তিথি আরম্ভ-
ইংরেজি: ২৩ জানুয়ারি, শুক্রবার
বাংলা: ৯ মাঘ, শুক্রবার
সময়: মধ্যরাত ১২টা ২৭ মিনিট ২৯ সেকেন্ড

ষষ্ঠী তিথি শেষ-
ইংরেজি: ২৪ জানুয়ারি, শনিবার
বাংলা: ১০ মাঘ, শনিবার
সময়: রাত ১০টা ৫৪ মিনিট ১০ সেকেন্ড

শাস্ত্রসম্মত সময় ও বিধি মেনে ব্রত পালনের মধ্য দিয়েই মা ষষ্ঠীদেবীর আশীর্বাদে সন্তানের মঙ্গলকামনা পূর্ণতা পায়—এই বিশ্বাসেই প্রজন্মের পর প্রজন্ম ধরে পালিত হয়ে আসছে শীতলষষ্ঠীর পবিত্র ব্রত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen