BJP-র বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের ভূয়সী প্রশংসা শিবসেনা (UBT) সাংসদের
রাজ্য ও দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দু’দিনের সফরে কলকাতায় এসে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করলেন শিবসেনা (উদ্ধব) সাংসদ অরবিন্দ সাওয়ান্ত। শনি ও রবিবার তিনি কলকাতায় ছিলেন। বরাহনগরে এক দলীয় সদস্যের বাড়িতে গিয়েছিলেন অরবিন্দ। সেখানে দলের কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে ঘরোয়া বৈঠক করেন। সাংগঠনিক বিষয়ে আলোচনা করেন।
রাজ্য ও দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। শিবসেনা (উদ্ধব) দলের লোকসভার নেতা অরবিন্দ সাওয়ান্ত এক সংবাদ মাধ্যমকে টেলিফোনিক সাক্ষাৎকারে বলেন, “গোটা দেশে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই আমরা দেখছি। তাঁর পাশে আমরা আছি। উনি একজন সুদক্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং মানুষের স্বার্থে লড়াই করা নেত্রী। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রতি সমর্থন আমাদের রয়েছে। বাংলায় তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী দেওয়ার কোনও চিন্তাভাবনা আমাদের এখনই নেই।”