শিবম মুণ্ডার হ্যাটট্রিক! কলকাতা লিগে জয়ে ফিরল মোহনবাগান

August 24, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৫১: সুরুচি সংঘের সঙ্গে ড্র-র পর রবিবার কলকাতা লিগে জয়ে ফিরল মোহনবাগান। আজ, নৈহাটির বঙ্কিমাঞ্চলি স্টেডিয়ামে বেহালা এসএস’কে ৫-২ গোলে হারাল মোহনবাগান। এদিন হ্যাটট্রিক করেন শিবম মুণ্ডা।

প্রথমার্ধ থেকেই খেলার নিয়ন্ত্রণ ছিল মোহনবাগানের দখলে। ২৯ মিনিটে প্রথম গোল করে যান শিবম। ৪১ মিনিটে দ্বিতীয়বার বল জালে জড়িয়ে দেন তিনি। প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান।

দ্বিতীয়ার্ধে কিছুটা লড়াইয়ে ফেরে বিএসএস। পরপর গোল করে সমতা ফেরান রোমিন গোলদার ও তুহিন। ৫৪ মিনিটে গোল করে শিবম হ্যাটট্রিক করেন। মোহনবাগানের হয়ে ৬৩ মিনিটে আদিত্য অধিকারী ও ৮৯ মিনিটে করণ রাই আরও দুটি গোল করে ব্যবধান বাড়ান। ৫-২ ব্যবধানে জয়ী হয় বাগান।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen