এবার শিবচতুর্দশীতে জল্পেশেও কুম্ভের ছোঁয়া

প্রয়াগে মহাকুম্ভ স্নানের শেষ দিন ছিল বুধবার। সেই প্রয়াগ থেকেই জল নিয়ে এসে ঢালা হয়েছিল এই সুবর্ণকুণ্ডে

February 28, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: একে শিবচতুর্দশী, তায় আবার কুম্ভের ছোঁয়া। দুয়ে মিলে এবার জল্পেশের সুবর্ণকুণ্ড ঘাটে উপচে পড়ল ভিড়। প্রতিবছরই জল্পেশ মন্দিরে শিবরাত্রি উপলক্ষ্যে যাঁরা শিবের মাথায় জল ঢালতে আসেন, তাঁদের একটা অংশ ওই সুবর্ণকুণ্ডে স্নান সারেন। তবে এবারের ভিড়টা ছিল কয়েকগুণ বেশি। প্রয়াগে মহাকুম্ভ স্নানের শেষ দিন ছিল বুধবার। সেই প্রয়াগ থেকেই জল নিয়ে এসে ঢালা হয়েছিল এই সুবর্ণকুণ্ডে। তাই কুম্ভে স্নানের স্বাদ জল্পেশের কুণ্ডেই মেটালেন প্রচুর পুণ্যার্থী। সেইসঙ্গে মন্দিরে রেকর্ডভাঙা ভিড় তো ছিলই।

ময়নাগুড়িতে বুধবার থেকে শুরু হওয়া জল্পেশ মেলায় বৃহস্পতিবারও সকাল থেকে মানুষের ঢল নামে। হাজার হাজার ভক্ত মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে শিবের মাথায় জল ঢালতে ভিড় করেন। এদিকে, সকাল থেকেই মেলা মাঠে চলে কেনা-বেচা। মেলায় ভিড় দেখে ব্যবসায়ীদের মুখেও চওড়া হাসি। অন্যান্য বছরের তুলনায় এ বছর মেলায় স্টলের সংখ্যা বেড়েছে। প্রশাসনের পক্ষ থেকেও যথেষ্ট কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামী দশ দিন মেলা চলছে।

ময়নাগুড়ি জল্পেশ মেলায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ক্ষুদ্র ব্যবসায়ীরা এসে স্টল দিয়েছেন। প্রায় ১৫০০ স্টল রয়েছে। জলপাইগুড়ি জেলা পরিষদের পক্ষ থেকে ভক্তদের জন্য পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। এদিকে, বুধবার রাতে জল্পেশ মন্দিরে একটি ঘটনাকে কেন্দ্র করে বিভ্রান্তিমূলক প্রচার শুরু হয়ে যায়। আর এর ফলে একসময় উত্তেজনা সৃষ্টি হয়েছিল। অভিযোগ ওঠে, পুলিস রাতে মন্দির বন্ধ করতে চেয়েছিল। এমন বিভ্রান্তিমূলক ভুল তথ্য যারা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জলপাইগুড়ির পুলিস সুপার খণ্ডবাহলে উমেশ গণপত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen