অবশেষে তৃণমূলে কাননের প্রত্যাবর্তন, পেলেন নতুন পদ
October 17, 2025
|
< 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৭:৪৫: মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী। অতঃপর ব্যক্তিগত জীবনে অস্থিরতা, এবং তৃণমূল ত্যাগ করে বিজেপিতে গমন। কিন্তু, পাহাড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর এবার আবার তৃণমূলে ফেরার পথ প্রশস্ত হলো কলকাতার প্রাক্তন মহানাগরিক শোভন চট্টোপাধ্যায়ের, যার প্রথম ধাপ হিসেবে পেলেন সরাসরি সরকারি পদ।
কলকাতার প্রাক্তন মেয়র শোভন পেলেন নিউটাউন উন্নয়ন পরিষদ বা NKDA সভাপতির পদ। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের জেরেই এই পদপ্রাপ্তি, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
দীর্ঘদিনের রাজনৈতিক নির্বাসনের পর উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন শোভন চট্টোপাধ্যায়, আর আজ এই ঘোষণা। এবার কী তবে তৃণমূলে ফিরে ‘২৬-এর প্রার্থী হওয়ার অপেক্ষা? জানাবে সময়।