শোভন-রত্না Divorce: বিবাহবিচ্ছেদের আর্জি খারিজ! কী বললেন তাঁদের পুত্র?
জানা যাচ্ছে, রত্নার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে পারেননি শোভন চট্টোপাধ্যায়ের আইনজীবী। তাই মামলা খারিজ করে দিয়েছে আদালত।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:২৭: রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) ও বেহালা পূর্বের বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের (Ratna Chatterjee) বিবাহবিচ্ছেদের আর্জি (Divorce Case) খারিজ করল আলিপুর আদালত। রত্না চট্টোপাধ্যায়ের একত্রবাসের আর্জিও খারিজ করে দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, রত্নার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে পারেননি শোভন চট্টোপাধ্যায়ের আইনজীবী। তাই মামলা খারিজ করে দিয়েছে আদালত। রত্না আদালতের কাছে স্বামীর সঙ্গে থাকার আবেদন করেছিলেন, সেই আবেদনও খারিজ হয়ে গিয়েছে।
উল্লেখ্য, ২০১৭ সালে স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ এনে বিবাহবিচ্ছেদের মামলা করেছিলেন শোভন চট্টোপাধ্যায়। রত্নার বিরুদ্ধে নিষ্ঠুর আচরণ ও আর্থিক অনিয়মের অভিযোগ আনেন প্রাক্তন মেয়র। দীর্ঘ শুনানি চলার পর কোনও অভিযোগই প্রমাণ করতে পারেননি শোভনের আইনজীবীরা। আদালত শোভনের বিবাহবিচ্ছেদের আবেদন খারিজ করে দেয়।
আদালতের রায়ের পর রত্না বলেন, আট বছর ধরে অন্যায়ের বিরুদ্ধে লড়ছেন তিনি। শুধু নিজের জন্য নয়, বাচ্চাদের মানসিক যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য লড়েছেন। তাঁর সঙ্গে পরিবার ও আইনজীবীরা পাশে ছিলেন। এই রায় মহিলাদের জন্য এক প্রতীকী জয়। পুরুষশাসিত সমাজে মহিলারা যেভাবে চাপে পড়ে যান, সেখানে তিনি অন্তত লড়াই চালিয়ে যেতে পেরেছেন বলেই জানাচ্ছেন। শোভন-রত্নার পুত্র ঋষি চট্টোপাধ্যায়ও আদালতের রায়ে খুশি। বাবা ফিরে আসুক, এটাই চাইছেন তিনি। তাঁর কথায়, এখনও কিছু খারাপ হয়নি, দেরি হয়নি। তাঁর বাবা ফিরে এলেই তাঁরা সব ঠিক করে নেবেন।