অস্ট্রেলিয়া সফরে ভারতীয় এ দল ঘোষণা, অধিনায়ক শ্রেয়াস আইয়ার

এই গুরুত্বপূর্ণ সিরিজের আগে বিসিসিআই (BCCI) ভারত এ-র দল ঘোষণা করেছে এবং শ্রেয়াস আইয়ার কে অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

September 6, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৪৮: অস্ট্রেলিয়া এ দল সেপ্টেম্বর মাসে ভারত সফরে আসছে সিরিজ খেলতে। এই সফরে দুটি চার দিনের ম্যাচ এবং তিনটি অনানুষ্ঠানিক ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। সিরিজের প্রথম দিনের ম্যাচ শুরু হবে ১৬ সেপ্টেম্বর থেকে, আর দ্বিতীয় ম্যাচ ২৩ সেপ্টেম্বর। এই গুরুত্বপূর্ণ সিরিজের আগে বিসিসিআই (BCCI) ভারত এ-র দল ঘোষণা করেছে এবং শ্রেয়াস আইয়ার কে অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। দলের সহ-অধিনায়কের ভূমিকা পালন করবেন ধ্রুব জুরেল।

দলে থাকছেন অভিজ্ঞ ও নতুন তারকা ক্রিকেটাররা। অভিমন্যু ঈশ্বরন, এন জগদীশান, সাই সুদর্শন, দেবদত্ত পাডিকাল, আয়ুষ বাদোনি, নীতিশ রেড্ডি, প্রসিদ্ধ কৃষ্ণা, খলিল আহমেদ প্রমুখরা এই সিরিজে নিজেদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত।

চার দিনের ম্যাচ শেষ হওয়ার পর, ভারত এ দল অস্ট্রেলিয়া এ-র বিরুদ্ধে তিনটি সাদা বলের ম্যাচ খেলবে। ম্যাচ তিনটি হবে ৩০ সেপ্টেম্বর, ৩ অক্টোবর এবং ৫ অক্টোবর, এবং সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে কানপুরে।

সিরিজের প্রথম ম্যাচের পর ভারত এ-র স্কোয়াডে যুক্ত হবেন দুই সিনিয়র তারকা ক্রিকেটার কে এল রাহুল এবং মহম্মদ সিরাজ। তাঁরা দ্বিতীয় ম্যাচ থেকে দলে যোগ দেবেন।

বর্তমানে শ্রেয়াস আইয়ার ব্যস্ত বেঙ্গালুরুতে দলীপ ট্রফি খেলতে। যদিও আইয়ারকে এশিয়া কাপ ২০২৫-এর মূল দলে রাখা হয়নি, তবে ভারত এ দলে তাঁর নির্বাচিত হওয়া আসন্ন আন্তর্জাতিক ম্যাচগুলির জন্য বড় ইঙ্গিত হিসেবে ধরা হচ্ছে। আইপিএলে পঞ্জাব কিংস-এর হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার আয়ার ভারত এ দলের নেতৃত্ব দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করতে মুখিয়ে থাকবেন।

এই সিরিজে ভারত এ দলের স্কোয়াড-

  • শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), অভিমন্যু ঈশ্বরন, এন জগদীশান (উইকেটকিপার), সাই সুদর্শন, ধ্রুব জুরেল (সহ-অধিনায়ক ও উইকেটকিপার), দেবদত্ত পাড়িকল, হর্ষ দুবে, আয়ুষ বাদোনি, নীতিশ রেড্ডি, তনুশ কোটিয়ান, প্রসিদ্ধ কৃষ্ণা, গুরনূর ব্রার, খলিল আহমেদ, মানব সুতর, যশ ঠাকুর।
TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen