“ঈশ্বরকে অশেষ ধন্যবাদ”— মহাকাশ থেকে ছেলের নিরাপদ প্রত্যাবর্তনে আবেগে ভাসলেন শুভাংশু শুক্লার মা

শুভাংশু একাই সম্পন্ন করেন সাতটি ভারত-কেন্দ্রিক মাইক্রোগ্র্যাভিটি পরীক্ষা। এই গবেষণাগুলি ভবিষ্যতে চাঁদ বা মঙ্গল অভিযানে ভারতকে অনেকটাই এগিয়ে

July 15, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:০৮: ভারতের প্রথম আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) অভিযাত্রী শুভাংশু শুক্লার প্রত্যাবর্তন ঘিরে আবেগঘন প্রতিক্রিয়া দিলেন তাঁর মা আশা শুক্লা। বললেন, “শেষমেশ আমার ছেলে ঘরে ফিরল, আমি চোখের জল থামাতে পারছি না।”

ভারতের গর্ব গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla) সফলভাবে মহাকাশযাত্রা শেষ করে SpaceX Dragon ক্যাপসুলে করে পৃথিবীতে ফিরে এসেছেন। আর এই ঐতিহাসিক মুহূর্তে সবার আগে তাঁর নিরাপদ প্রত্যাবর্তনে আবেগ ধরে রাখতে পারলেন না মা আশা শুক্লা।

তিনি বলেন, “আমার ছেলে সুস্থভাবে ফিরে এসেছে, ঈশ্বরকে অশেষ ধন্যবাদ। এই মুহূর্তে আবেগাপ্লুত হয়ে পড়েছি। সবাইকে ধন্যবাদ—আপনারা এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী।”

Axiom Mission-4: ইতিহাস গড়লেন শুভাংশু শুক্লা

২০২৫ সালের ২৬ জুন শুভাংশু শুক্লা পাড়ি দেন মহাকাশে Axiom Mission-4-এর অংশ হিসেবে। তাঁর সঙ্গে ছিলেন মিশন কম্যান্ডার পেগি হুইটসন, নভোচারী স্লাভোস উজনানস্কি ও তিবোর কাপু। তাঁরা সকলেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছে ১৮ দিন ধরে বিজ্ঞানভিত্তিক গবেষণায় অংশ নেন।

শুভাংশু একাই সম্পন্ন করেন সাতটি ভারত-কেন্দ্রিক মাইক্রোগ্র্যাভিটি পরীক্ষা। এই গবেষণাগুলি ভবিষ্যতে চাঁদ বা মঙ্গল অভিযানে ভারতকে অনেকটাই এগিয়ে দেবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

১৮ দিনে ২৮৮ বার পৃথিবী দর্শন!

শুভাংশু শুক্লা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ১৮ দিন অবস্থান করেন এবং এই সময়ের মধ্যে প্রায় ১২.২ মিলিয়ন কিলোমিটার পথ অতিক্রম করে পৃথিবীকে ২৮৮ বার ঘুরে দেখেন। এর মাধ্যমে তিনি রাকেশ শর্মার (১৯৮৪) পর প্রথম ভারতীয় যিনি ISS-এ এতদিন কাটালেন, সেই ইতিহাস গড়লেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen