IND vs ENG, 2nd Test: শুভমান, পন্থদের সামনে ইতিহাসের হাতছানি, দ্বিতীয় টেস্টে দলে আসতে পারে বড় বদল!

প্রথম ম্যাচে ভারতীয় ব্যাটার দের ব্যাট থেকে ৫টি সেঞ্চুরি আসর পরেও হার মেনে নিতে পারছেন না ভারতীয় দলের সমর্থক থেকে শুরু করে প্রাক্তন প্লেয়াররা।

July 1, 2025 | 2 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:০৫: বুধবার ইংল্যান্ডের মাটিতে দ্বিতীয় টেস্ট খেলতে নামছে ভারত। ইংল্যান্ডে বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে প্রথম টেস্ট ম্যাচেই হারতে হয়েছিল গিল,পন্থদের। ভালো শুরু করেও হারতে হয়েছিল গিলদের। এবার সেই পরাজয় ভুলে বুধবার এজবস্টনে নিজেদের প্রথম জয়ের লক্ষ্যে নামবে শুভমনরা। দলে আসতে পারে একাধিক বদল। প্রথম ম্যাচে ভারতীয় ব্যাটার দের ব্যাট থেকে ৫টি সেঞ্চুরি আসর পরেও এই হার মেনে নিতে পারছেন না ভারতীয় দলের সমর্থক থেকে শুরু করে প্রাক্তন প্লেয়াররা। দলের পারফর্মেন্স নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। এই হারের কারণ হিসেবে অনেকেই মনে করছে দলের বাজে বোলিংকে। গত ম্যাচে ভারতের একমাত্র বোলার বুমরাহ ছাড়া কেউ তেমন নজর কাড়তে পারেনি ম্যাচে। তাই মনে করা হচ্ছে দ্বিতীয় টেস্টে ভারতীয় দলে আসতে পারে একাধিক বদল। তারকা স্পিনার কুলদীপ যাদবকে দেখা যেতে পারে দলে।তবে কার পরিবর্তে তিনি দলে আসবেন সেটাই দেখার বিষয়। অন্যদিকে ইংল্যান্ড দল নিজেদের এই জয়ের ধারা বজায় রাখতে মোরিয়া। ইতিমধ্যে ৫ ম্যাচের সিরিজে প্রথম টেস্ট জিতে আডভান্টেজে ইংল্যান্ড দল। বলাই যেতে পারে বুধবার ম্যাচে এগিয়ে থেকেই নামতে চলেছে জো রুটরা।

অপরদিকে বুধবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এজবস্টনে। অন্য দিকে এই মাঠে এর আগে একটিও টেস্ট ম্যাচ জেতেনি ভারত। তবে কি এই বার এই রেকর্ডে বদল আসবে ? নাকি ভারতের ইতিহাসগরা অধারই থেকে যাবে!নজর থাকবে সেই দিকেও। বিরাট ,রোহিতের অবসরের পরে এই প্রথম কোনো টেস্ট সিরিজে খেলছে ভারতীয় দল। নতুন অধিনায়ক গিলের উপরে যে বার্তি চাপ থাকতে চলেছে সে আর বলার অপেক্ষা রাখেনা।

চলুন দেখেনি এক নজরে ভারতীয় দলের সম্ভাব্য একাদশ :- যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, করুন নায়ার, শুভমান গিল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, নীতিশ কুমার রেড্ডি, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, এবং অর্শদীপ সিং / আকাশ দীপ থাকতে পারেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen