গুয়াহাটি টেস্টে নেই শুভমন—অধিনায়ক বদলে গেল শেষ মুহূর্তে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৩০: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট শুরুর এক দিন আগেই বড় সিদ্ধান্ত নিল টিম ম্যানেজমেন্ট। ঘাড়ের চোট সারেনি—এই কারণ দেখিয়েই অধিনায়ক শুভমন গিলকে স্কোয়াড থেকে বাদ দিলেন গৌতম গম্ভীর ও সাপোর্ট স্টাফরা। প্রথম থেকেই জানা যাচ্ছিল গুয়াহাটি টেস্টে তাঁর নামা কঠিন, শেষমেশ তাই আনুষ্ঠানিকভাবে তাঁকে ছেড়ে দেওয়া হল। বিসিসিআই সমাজমাধ্যমে এই খবর নিশ্চিত করেছে।
কলকাতার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর দলের সঙ্গে গুয়াহাটিতে গেলেও গিল এক দিনও অনুশীলনে নামতে পারেননি। এমনকি দলের বাসে নয়, আলাদা গাড়িতে পৌঁছেছিলেন বিমানবন্দরে। সঙ্গে ছিলেন বোর্ডের ফিজিয়ো। দলের মেডিক্যাল টিম কোনও ঝুঁকি না নেওয়াই ঠিক করেছে। ফলে চিকিৎসার জন্য সরাসরি মুম্বইয়ে ফিরে যাচ্ছেন শুভমন। সেখানে বিশেষজ্ঞ অর্থোপেডিক দিনশ পারদিওয়ালার সঙ্গে দেখা করার সম্ভাবনা রয়েছে। এর পর বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে চলবে তাঁর রিহ্যাব।
গিলে অনুপস্থিত থাকায় গুয়াহাটি টেস্টে ভারতীয় দলের অধিনায়কত্ব সামলাবেন ঋষভ পন্থ। আর প্রথম একাদশে তাঁর জায়গা নিতে পারেন সাই সুদর্শন। কলকাতায়ই সুদর্শনকে দীর্ঘক্ষণ বিশেষ অনুশীলন করিয়েছিলেন গম্ভীর—যা থেকেই ইঙ্গিত মিলেছিল, শুভমনকে হয়তো পাওয়া যাবে না।
ব্যাটিং কোচ সিতাংশু জানিয়েছিলেন, গিলের পরিস্থিতি মূল্যায়ন করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মেডিক্যাল টিম। তবে শুভমন কবে মাঠে ফিরতে পারবেন, সে বিষয়ে এখনই কিছু জানানো হয়নি বোর্ডের তরফে।