ব্যক্তিগত জীবনের চরম টানাপোড়েন,আত্মহত্যার চেষ্টা সঙ্গীতশিল্পী- ইনফ্লুয়েন্সার দেবলীনা নন্দী-র
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:০০: ব্যক্তিগত জীবনের দীর্ঘদিনের মানসিক চাপের জেরেই চরম সিদ্ধান্তের পথে হাঁটতে গিয়েছিলেন সঙ্গীতশিল্পী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার দেবলীনা নন্দী। ফেসবুক লাইভে নিজের দাম্পত্য ও পারিবারিক টানাপোড়েন প্রকাশ্যে আনার পরই আত্মহত্যার চেষ্টা করেন তিনি। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন দেবলীনা। হাসপাতাল সূত্রে খবর, তাঁর অবস্থা আশঙ্কাজনক।
সঙ্গীত জগতের পরিচিত মুখ দেবলীনা নন্দী নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানে গান করেন। সোশ্যাল মিডিয়াতেও তিনি অত্যন্ত সক্রিয় এবং তাঁর অনুরাগীর সংখ্যাও কম নয়। গত শনিবার রাতে হঠাৎই ফেসবুকে লাইভে এসে নিজের ব্যক্তিগত জীবনের যন্ত্রণার কথা তুলে ধরেন গায়িকা। লাইভে তিনি জানান, স্বামী প্রবাহ নন্দী-র সঙ্গে তাঁর সম্পর্ক বর্তমানে চরম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে।
লাইভে দেবলীনার অভিযোগ, বিয়ের পর থেকেই তাঁর মাকে নিয়ে সমস্যা রয়েছে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের। গায়িকার দাবি, মায়ের চেহারা ও শিক্ষাগত যোগ্যতাকে কেন্দ্র করেই এই আপত্তি। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, তাঁকে কার্যত মা ও স্বামীর মধ্যে একজনকে বেছে নিতে বাধ্য করা হচ্ছে—যা তাঁর পক্ষে মানসিকভাবে অসম্ভব। দেবলীনা বলেন, বাবা-মা এবং শ্বশুর-শাশুড়ি—দু’পক্ষের প্রতিই দায়িত্ব পালন করার চেষ্টা সত্ত্বেও তিনি লাগাতার মানসিক চাপে ভুগছেন। লাইভ চলাকালীনই অনুরাগীদের উদ্দেশে তিনি বলেন, “আমি ভালো নেই।” সেই সঙ্গে নিজেকে শেষ করার সিদ্ধান্তের কথাও ইঙ্গিত দেন। কমেন্ট বক্সে বহু অনুরাগী তাঁকে ধৈর্য ধরতে এবং শক্ত থাকতে অনুরোধ জানান।
এরপর রবিবার রাতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে দেবলীনার হাসপাতালের বেডে শুয়ে থাকার ছবি। জানা যায়, একটি অনুষ্ঠান সেরে ফেরার পথেই আত্মহত্যার চেষ্টা করেন তিনি। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন।
প্রসঙ্গত, ২০২৪ সালে পেশায় পাইলট প্রবাহ নন্দীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন দেবলীনা নন্দী। শোনা যাচ্ছে, বিয়ের আগেও গায়িকার মাকে নিয়ে কিছু মতবিরোধ ছিল স্বামীপক্ষের সঙ্গে। তবে সেই সময় বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেননি তিনি। সময়ের সঙ্গে সঙ্গে ভালোবাসা দিয়ে সবকিছু সামলে নেওয়ার আশাই করেছিলেন গায়িকা। কিন্তু বাস্তবে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে বলেই মনে করছেন তাঁর ঘনিষ্ঠ মহল।
এই মুহূর্তে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন দেবলীনা নন্দী। তাঁর শারীরিক অবস্থার স্থিতি ফেরানোই এখন চিকিৎসকদের প্রধান লক্ষ্য। একই সঙ্গে এই ঘটনা ফের একবার মনে করিয়ে দিচ্ছে—পারিবারিক চাপ, দাম্পত্য টানাপোড়েন এবং সামাজিক দৃষ্টিভঙ্গির ভারে অনেক সময় মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটে নিঃশব্দে। সময় থাকতে পাশে দাঁড়ানো, কথা শোনা এবং সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়াই এমন পরিস্থিতিতে সবচেয়ে জরুরি। দেবলীনার দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁর অনুরাগী ও সহকর্মীরা।