প্রয়াত গায়ক জুবিন গর্গ, অকাল প্রয়াণে শোকস্তব্ধ সঙ্গীত মহল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৩০: অসমের বিখ্যাত গায়ক এবং সংগীত জগতের আইকন জুবিন গর্গ আর নেই। সিঙ্গাপুরে একটি ভয়াবহ স্কুবা ডাইভিং দুর্ঘটনায় তিনি প্রাণ হারিয়েছেন। খবর অনুযায়ী, সিঙ্গাপুর পুলিশ সমুদ্র থেকে তাঁকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকেরা তাঁকে বাঁচানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।
জুবিন গর্গ সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভ্যালে অংশ নিতে গিয়েছিলেন, যেখানে আজ তাঁর পারফর্ম করার কথা ছিল। কিন্তু তার আগেই তাঁর আকস্মিক মৃত্যু গোটা ভারত এবং আসামের মানুষকে গভীর ধাক্কা দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ভক্ত, সহশিল্পী এবং সাধারণ মানুষ শোকবার্তা জানাচ্ছেন। আসামের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সংগীত জগতের নামী ব্যক্তিত্বরা শ্রদ্ধা জানিয়েছেন এই কিংবদন্তি শিল্পীকে।
সামাজিক মাধ্যমে এমন প্রতিক্রিয়াই ভেসে আসছে।
জুবিনের অকাল মৃত্যু ভারতের সংগীত জগতে এক শূন্যতা তৈরি করলো। তাঁর গান, কণ্ঠ চিরকাল বেঁচে থাকবে ভক্তদের হৃদয়ে।