SIR Bihar: সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে কী জানাল নির্বাচন কমিশন?

পয়লা আগস্ট কমিশনের প্রকাশিত খসড়া ভোটার তালিকা থেকে ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে।

August 10, 2025 | 2 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:২১: SIR নিয়ে তুঙ্গে বিতর্ক। এরই মধ্যে দেশের শীর্ষ আদালতে নির্বাচন কমিশন শনিবার হলফনামা দিয়ে জানাল, নোটিশ না-দিয়ে কোনও ভোটারের নাম বাদ দেওয়া হবে না বিহারে। ভোটার তালিকায় থাকা ভোটারদের নাম বাদ দেওয়ার আগে নোটিশ দেওয়া হবে। কী কারণে ওই নাম বাদ দেওয়া হচ্ছে তাও উল্লেখ থাকবে নোটিশে। হলফনামায় আরও বলা হয়েছে, ন্যায়বিচারের নীতি মেনেই ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে এমন কেউ কমিশনকে নিজেদের বক্তব্য জানাতে পারবেন। সংশ্লিষ্ট ব্যক্তি নিজের দাবির পক্ষে প্রয়োজনীয় নথিও জমা দিতে পারবেন।

উল্লেখ্য, বিহারে বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) চালাচ্ছে নির্বাচন কমিশন। পয়লা আগস্ট কমিশনের প্রকাশিত খসড়া ভোটার তালিকা থেকে ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। যার প্রেক্ষিতে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। মামলাকারী অর্থাৎ অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস-র (ADR) অভিযোগ, ৬৫ লক্ষ ভোটারের নাম স্বচ্ছতার সঙ্গে বাদ দেওয়া হয়নি। কী কারণে ওই ভোটারদের নাম বাদ দেওয়া হল, তা স্পষ্ট করা হয়নি। ADR-র আইনজীবী প্রশান্ত ভূষণ আদালতে জানান, খসড়া ভোটার তালিকার পূর্ণাঙ্গ প্রতিলিপি সব রাজনৈতিক দলকে দেওয়া হয়নি। BLO-রা নথি যাচাই করার আগেই ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়েছেন বলে দাবি করা হয়। বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি উজ্জ্বল ভূঞা এবং বিচারপতি এনকে সিংহের বেঞ্চ কমিশনের কাছে জবাবদিহি তলব করে। আগামী ১২ আগস্ট এই মামলার পরবর্তী শুনানি।

কমিশন হলফনামা দিয়ে দেশের শীর্ষ আদালতে জানিয়েছে, কোনও বৈধ ভোটারের নাম যাতে বাদ না-যায়, তার জন্য সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ করা হয়েছে। ১০ দফায় নথি যাচাইয়ের কাজ হয়েছে। গোটা প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলিকেও শামিল করা হয়েছে বলেই জানিয়েছে কমিশন। অভিযোগ খারিজ করে কমিশন জানিয়েছে, BLO-রা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম সংগ্রহ করেছেন। যাঁদের কাছ থেকে ফর্ম পাওয়া যায়নি, তাঁদের নাম পাঠানো হয়েছে বুথ স্তরের এজেন্ট এবং স্বীকৃত রাজনৈতিক দলগুলির কাছে। তারপর ১ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে বলে আদালতে জানিয়েছে কমিশন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen