SIR আতঙ্কে মৃত্যু মিছিল, ভয়ে-ত্রাসে মৃত্যু ডানকুনির হাসিনা বেগমের

November 3, 2025 | < 1 min read

Authored By:

Saikat Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:১৫:  SIR ঘোষণা হতেই বাংলায় মৃত্যু মিছিল শুরু হয়েছে। আবারও রাজ্যে একজনের মৃত্যু হল SIR আতঙ্কে। এমনই অভিযোগ পড়শিদের। আগরপাড়া, ইলামবাজার, পূর্ব বর্ধমানের পর এবার হুগলির ডানকুনিতে এক মহিলার মৃত্যু হল। মৃতার নাম হাসিনা বেগম, বয়স ৬০ বছর।

জানা গিয়েছে, ডানকুনির ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন হাসিনা বেগম। প্রতিবেশীদের দাবি, গত কয়েকদিন ধরে SIR নিয়ে এলাকায় নানা গুজব চলছে আর তার ফলে মারাত্মক মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। সোমবার সকালে পরিবারের সদস্যারা অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন তাঁকে। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। মৃতার বাড়িতে যান ডানকুনি পুরসভার পুরপ্রধান হাসিনা শবনম। তিনি জানান, ‘‘SIR নিয়ে রীতিমতো আতঙ্কিত মানুষ। যাঁদের ২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই তাঁরা ভীত। হাসিনা বেগমেরও নাম ছিল না-বলে তিনি আতঙ্কে ছিলেন। এলাকায় আরও একজন অসুস্থ হয়ে পড়েছেন SIR আতঙ্কে।’’ পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

অন্যদিকে, মৃত্যুর খবর মিলতেই তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্থানীয় নেতৃত্বকে মৃতার পরিবারের সদস্যদের পাশে থাকতে এবং প্রয়োজনীয় সবরকম সাহায্য করার নির্দেশ দিয়েছেন। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মৃতার পরিবারের সঙ্গে দেখা করতে বলেন অভিষেক। আজ, সন্ধ্যা ৬টা নাগাদ মৃতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ দেখা করবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

SIR আতঙ্কে রাজ্যে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ। আম বাঙালির মধ্যে SIR নিয়ে উদ্বেগ বেড়েছে। SIR নিয়ে বিজেপি নেতাদের হুমিকতে তাঁরা আতঙ্কিত। ৪ নভেম্বর, মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পূরণের কাজ শুরু হচ্ছে। অন্যদিকে, আগামীকালই SIR-র বিরোধিতায় পথে নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিলে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen