SIR-র শুনানির নোটিশ অভিনেতা দেবকে, কেন ডাক পেলেন ঘাটালের সাংসদ?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:১৫: SIR-র শুনানিতে তলব করা হল অভিনেতা, সাংসদ দেবকে। শোনা যাচ্ছে, দেবের পরিবারের আরও কয়েকজন সদস্য নোটিশ পেয়েছেন। পাশাপাশি যে আবাসনে তৃণমূল সাংসদ থাকেন, সেই আবাসনের অনেকেই নাকি শুনানিতে ডাক পেয়েছেন বলে খবর।
সূত্রে খবর, দেব ছাড়াও ডাকা হয়েছে তাঁর পরিবারের আরও ৩ জনকে। তাঁর আবাসনে নোটিশ গিয়েছে। জানা যাচ্ছে, ফর্মের নিচে থাকা অংশ, অর্থাৎ যেখানে ২০০২ সালের তথ্য দেওয়ার কথা, সেটা ফিল-আপ করা হয়নি ফর্মে। তাই ডাক পেয়েছেন দেব।
তৃণমূল সাংসদ দেব অর্থাৎ দীপক অধিকারীর শুনানিতে ডাক পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় কাউন্সিলর মৌসুমী দাস। কবে তাঁদের শুনানিকেন্দ্রে হাজির হতে হবে, সেই দিনক্ষণ এখনও জানা যায়নি। শুনানির নোটিশ পাওয়ার পর দেব বা তাঁর পরিবারের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
অভিনেতা সাংসদের আদি বাড়ি পশ্চিম মেদিনীপুরে ঘাটালে। সেখানেই তাঁর জন্ম। পরবর্তী সময়ে বাবার কর্মসূত্রে মুম্বইয়ে গিয়ে থাকতে শুরু করেন দেব। পরে কলকাতায় এসে পাকাপাকি বসবাস শুরু করেছেন দেব। সাউথ সিটি আবাসন তাঁর স্থায়ী ঠিকানা। ঘাটাল থেকে পর পর তিনবার জয়ী হয়ে সাংসদ হয়েছেন তিনি। শাসক দলের অভিযোগ, ব্যস্ত অভিনেতা ও জনপ্রতিনিধি দেবকে স্রেফ হেনস্থা করার জন্য শুনানিতে ডাকা হয়েছে।