SIR in Bengal: খসড়া তালিকা থেকে বাদ পড়ছে ৫৩ লক্ষ নাম, আরও বাড়বে সংখ্যা?

December 5, 2025 | < 1 min read

Authored By:

Saikat Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৩০: ক্রমেই বাড়ছে বাদ পড়া ভোটারের সংখ্যা। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত বাংলায় ৭ কোটি ৫৭ লক্ষ ৪৬ হাজার ৮৯৫টি ইনিউমারেশন ফর্ম ডিজিটাইজড হয়েছে। শতকরা হিসাবে ৯৮.৮৪ শতাংশ। ম্যাপিং হয়নি ৫৩ লক্ষ ভোটারের। এই তালিকায় আছেন মৃত, স্থানান্তরিত ও অনুপস্থিত ভোটাররা। খসড়া ভোটার তালিকা থেকে ৫৩ লক্ষ নাম বাদ পড়তে চলেছে।

গ্রামাঞ্চলের তুলনায় শহরাঞ্চলে মৃত ও স্থানান্তরিত ভোটারের সংখ্যা বেশি। কলকাতা, আসানসোল-দুর্গাপুর, দমদম, বিধাননগর, চন্দননগর, কল্যাণী, শিলিগুড়ির মতো বড় শহরগুলিতে মৃতের সংখ্যা বেশি। উত্তর কলকাতাতেই এ পর্যন্ত ১,০১,৪৫৭ হাজার মৃত ভোটারের হদিশ মিলেছে। দক্ষিণ কলকাতাতে মৃত ভোটারের সংখ্যা ৬৫,৯৪৯। দমদম, বিধাননগর ও শিলিগুড়ির মতো শহরে গড়ে মৃত ভোটারের সংখ্যা ৩০ হাজার। গ্রামাঞ্চলে মৃত ভোটারের সংখ্যা কম।

রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর (CEO অফিস) সূত্রে খবর, এখনও পর্যন্ত ৫৩ লক্ষ ভোটারের ম্যাপিং করা যায়নি। তার মধ্যে মৃত ভোটারের সংখ্যা ২৩ লক্ষ ৪৮ হাজার ৯৫। স্থানান্তরিত ভোটার আছেন ১৮ লক্ষ ৫৫ হাজার ৩০২ জন। অনুপস্থিত ভোটারের সংখ্যা ৯ লক্ষ ৪২ হাজার ১৬২ জন। অন্য বিভিন্ন কারণে ৩১ হাজার ৮০১ জন ভোটারের ম্যাপিং সম্ভব হয়নি। ডিজিটাইডজ হওয়া ফর্ম BLO-দের পুনরায় যাচাই করতে নির্দেশ দেওয়া হয়েছে। ম্যাপিং না-হওয়া ভোটারের চূড়ান্ত সংখ্যা জানতে খসড়া তালিকা প্রকাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen