SIR in Bengal: আজ সর্বদল বৈঠক, কী বার্তা দেবেন বাংলার CEO?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,০৯:৫০:জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission of India) ঘোষণা মতো আজ থেকেই বাংলায় শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (SIR) কাজ। আর SIR ঘোষণার পরই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর আজ, মঙ্গলবার সর্বদল বৈঠকের ডাক দিয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালের দপ্তরের তরফে সোমবার সন্ধ্যায় রাজনৈতিক দলগুলিকে জানানো হয়েছে, মঙ্গলবার অর্থাৎ আজ বিকেল ৪টেয় সিইও-র দপ্তরে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে।
জানা যাচ্ছে, বৈঠকে মূলত জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশিকা বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হবে। বিশেষ অনুবাদকদেরও নিযুক্ত করা হয়েছে। কমিশনের ব্যাখ্যা বাংলায় অনুবাদ করে রাজনৈতিক প্রতিনিধিদের জানানো হবে। উল্লেখ্য, সোমবারই দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক করে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার SIR-র দ্বিতীয় পর্বের ঘোষণা করেন। প্রথম পর্ব SIR হয়েছিল বিহারে। দ্বিতীয় পর্বে অন্তর্ভুক্ত হয়েছে বাংলা, তামিলনাড়ু, কেরল, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগড়, গোয়া, গুজরাত, মধ্যপ্রদেশ-সহ লাক্ষাদ্বীপ, পুদুচেরি ও আন্দামান-নিকোবরের মতো কেন্দ্রশাসিত অঞ্চল।
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, সোমবার রাত ১২টা থেকে ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটার তালিকা ‘ফ্রিজ’ হয়ে গিয়েছে। নতুন নাম অন্তর্ভুক্ত করা, সংশোধন বা পরিবর্তনের মতো কোনও কাজ আর করা যাবে না। ২৮ অক্টোবর থেকে শুরু হবে এনুমেরেশন ফর্ম ছাপার কাজ। সেই দিনই BLO-দের প্রশিক্ষণ শুরু হবে, যা ৩ নভেম্বর পর্যন্ত চলবে। ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হাতে এনুমেরেশন ফর্ম তুলে দেওয়া হবে। প্রবাসী বা রাজ্যের বাইরে থাকা নাগরিকরা অনলাইনেও ফর্ম পূরণ করতে পারবেন। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ৯ ডিসেম্বর। বাদ পড়া নাম নিয়ে অভিযোগ জানাতে পারবেন ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত। ৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারির মধ্যে সেই অভিযোগ খতিয়ে দেখার প্রক্রিয়া চলবে। ৭ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।