SIR in Bengal: বাদ পড়ছে অন্তত ১০ লক্ষ নাম! মৃত ভোটার ৬.৫ লক্ষ, জানাল কমিশন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:১৫: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার পর রাজ্যে বাদ পড়ছে অন্তত ১০ লক্ষ ভোটারের নাম। ভারতের নির্বাচন কমিশন (Election Commission of India) জানিয়েছে, এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী এই সংখ্যার মধ্যে মৃত ভোটারই ৬.৫ লক্ষ। পাশাপাশি নকল, স্থানান্তরিত এবং নিরুদ্দেশ ভোটারও রয়েছেন।
কমিশন সূত্রে খবর, বুথ স্তরের আধিকারিকরা (BLO) বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি ও সংগ্রহের সময় যে তথ্য পেয়েছেন, তার ভিত্তিতেই এই হিসাব তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের প্রদত্ত তথ্য অনুযায়ী, ২৪ নভেম্বর পর্যন্ত রাজ্যে ৯৯.৭৫ শতাংশ অর্থাৎ প্রায় ৭ কোটি ৬৪ লক্ষ এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে। এর মধ্যে ৪ কোটিরও বেশি ফর্ম (৫৯.৪ শতাংশ) ইতিমধ্যেই ডিজিটাইজ় করা হয়েছে। কমিশন জানিয়েছে, সব ফর্ম ডিজিটাইজেশনের পরেই প্রকৃত সংখ্যা জানা যাবে। আগামী ৯ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া তালিকা।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল (Manoj Kumar Agarwal,) বলেন, “আমরা ভোটারদের কাছে অনুরোধ করেছি, যত তাড়াতাড়ি সম্ভব এনুমারেশন ফর্ম জমা দিন। ৪ ডিসেম্বর শেষ দিন, তার কোনও পরিবর্তন হয়নি।”
কমিশনের তরফে আরও জানানো হয়েছে, এসআইআরের (SIR) কাজের অগ্রগতিতে রাজ্যের পাঁচটি জেলা এগিয়ে রয়েছে। পূর্ব বর্ধমান (৬৬.৪৭%), আলিপুরদুয়ার (৬৬.৪১%), উত্তর দিনাজপুর (৬৫.৪৩%), মালদহ (৬৬.২৩%) এবং পূর্ব মেদিনীপুরে (৬৫.২৭%) কাজ সম্পন্ন হয়েছে। উত্তর ২৪ পরগনার গোসাবায় সবচেয়ে ভালো কাজ হয়েছে। সেখানে ১২১ জন বিএলও ইতিমধ্যেই ১০০ শতাংশ কাজ শেষ করেছেন।
তবে এই প্রক্রিয়ার চাপেই এখনও পর্যন্ত রাজ্যে তিন জন বিএলও-র (BLO) মৃত্যু হয়েছে। এ বিষয়ে সিইও মনোজ আগরওয়াল জানান, বিএলওদের মৃত্যু নিয়ে বিস্তারিত রিপোর্ট ও ময়নাতদন্তের নথি চাওয়া হয়েছে। কর্তব্যরত অবস্থায় মৃত্যু হয়েছে এই মর্মে কমিশনকে জানানো হবে। তিনি আরও বলেন, কোনও বিএলও কাজের মাঝে অসুস্থ হয়ে পড়লে বা শারীরিক সমস্যা দেখা দিলে ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO) তাঁকে পরিবর্তন করতে পারবেন, এর জন্য সিইওর অনুমতির প্রয়োজন নেই।