SIR in Bengal: অন্তত দু’সপ্তাহ পিছিয়ে যেতে পারে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন?

January 22, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১০:৪৫: সুপ্রিম কোর্টের নির্দেশের পর আশঙ্কাই সত্যি হতে চলেছে। কমিশন সূত্রে খবর, অন্তত দু’সপ্তাহ পিছিয়ে যাচ্ছে বাংলায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ। সোমবার এসআইআর নিয়ে একাধিক নির্দেশিকা জারি করেছে শীর্ষ আদালত। কমিশন চিহ্নিত লজিকাল ডিসক্রিপেন্সি বা সন্দেহজনক ভোটারদের তালিকা প্রকাশ করতে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। সেই সঙ্গে নথি জমা দিতে অন্তত ১০ দিনের সময়সীমাও বেঁধে দিয়েছে শীর্ষ আদালত। যা পূর্বনির্ধারিত দিনে সম্ভব নয়।

লক্ষ লক্ষ মানুষের শুনানি এখনও বাকি। জেলায় জেলায় নাকি শুনানির নোটিশ তৈরির কাজ শেষই করা যায়নি। এখন ১ কোটি ৩৬ লক্ষ মানুষের নাম প্রকাশ করতে হবে। জাতীয় নির্বাচন কমিশন থেকে রাজ্যের সিইও দপ্তরে নির্দেশ এসেছে, ২৪ জানুয়ারির মধ্যে প্রত্যেক পঞ্চায়েত, ব্লক ও ওয়ার্ড অফিসে ‘সন্দেহজনক’ ও ‘আনম্যাপড’ ভোটারদের তালিকা প্রকাশ করতে হবে। তালিকা নিয়ে কারও আপত্তি থাকলে, সংশ্লিষ্ট ব্যক্তিকে ১০ দিনের মধ্যে জানাতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো অ্যাডমিট কার্ড নিয়েও বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে তারা। জানানো হয়েছে, মাধ্যমিকের শংসাপত্রের পাশাপাশি গ্রহণ করা হবে অ্যাডমিট কার্ডও। শুনানির পর প্রাপ্তিস্বীকার করে রসিদ দেওয়ার জন্য ইআরও এবং এইআরওদের নির্দেশও জারি করেছে কমিশন। ফলে এত কাজ কী করে সম্পন্ন হবে? মাথায় হাত কমিশনের।

কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, শুনানি শেষ করার নির্ধারিত সময়সীমা ছিল ৭ ফেব্রুয়ারি। চূড়ান্ত তালিকা প্রকাশের কথা ছিল ১৪ ফেব্রুয়ারি। সূত্রের খবর, পরিবর্তিত আপাতত ১৭ থেকে ২১ ফেব্রুয়ারির মধ্যে শুনানি শেষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা ধার্য করতে পারে কমিশন। এই সময়ের মধ্যেও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ সম্ভব? সংশয়ে আধিকারিকরা। নির্দিষ্ট গাইডলাইন না-থাকায় সন্দেহজনক ভোটারদের শুনানিতে সমস্যা হচ্ছে, এমনই মত নির্বাচন কমিশনের অধিকারিকদের।

অন্যদিকে, আরও এক চিন্তা ঘনাচ্ছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পিছিয়ে গেলে স্বাভাবিকভাবেই ভোটের দিনক্ষণে তার প্রভাব পড়বে। ৫ মে’র মধ্যে বাংলায় পরবর্তী সরকার গঠনের প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। অন্যথা জারি করতে হবে রাষ্ট্রপতি শাসন। চূড়ান্ত তালিকা প্রকাশ পিছিয়ে গেলে ভোটের তারিখও পিছিয়ে দিতে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen