১লা নভেম্বরেই বঙ্গে SIR! ভোটমুখী পাঁচ রাজ্যকে বিশেষ বার্তা কমিশনের

October 24, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১০:৫২: নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী ১ নভেম্বর থেকেই বাংলায় শুরু হতে চলেছে এসআইআর (SIR)। বাংলা-সহ পাঁচ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের এই মর্মে নির্দেশ দিল নির্বাচন কমিশন। অক্টোবরের মধ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছিল কমিশনের তরফে। সেই কাজের প্রস্তুতি কেমন, রাজ্যগুলির নির্বাচনী আধিকারিকদের কাছ থেকে তা জানতে চান দেশের মুখ্য নির্বাচনী অফিসারের নেতৃত্বে ফুল বেঞ্চ। বুধবার থেকে দিল্লিতে চলেছে দু’দিনব্যাপী নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের গুরুত্বপূর্ণ বৈঠক। সব রাজ্যের সিইওরা তাতে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল ম্যানেজমেন্টে দু’দিন ধরে বৈঠক হয়। সভাপতিত্ব করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। অন্য দুই কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক জোশিও ছিলেন। দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকরা উপস্থিত ছিলেন।

সূত্রের খবর, বাংলা সহ পাঁচ রাজ্যের সিইওদের বৈঠকে জানিয়ে দেওয়া হয়েছে, অক্টোবরের মধ্যে যাবতীয় প্রস্তুতি শেষ করতে হবে। বাংলা, অসম, তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরীতে ভোট আসন্ন। এই পাঁচ রাজ্যের নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে কমিশনের ফুল বেঞ্চ বৃহস্পতিবার সংশ্লিষ্ট রাজ্যের সিইও-দের সঙ্গে আলাদা করে বৈঠকে করে। সূত্রের খবর, নভেম্বরের প্রথম দিকে শুরু হতে পারে এসআইআরের প্রথম পর্যায়ের কাজ।

১০ সেপ্টেম্বর হয় ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত প্রাথমিক বৈঠক। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি বিস্তারিত তথ্য জমা দেয়। সেই তথ্যের ভিত্তিতে চলছে পরবর্তী মূল্যায়ন। এখনও পর্যন্ত ভোটমুখী পাঁচ রাজ্যে কতজন বিএলও নিয়োগ করা হয়েছে সেই তালিকায় চাওয়া হয়। যেসব জায়গায় এখনও বুথ লেভেল অফিসার নিয়োগ করা যায়নি সেখানে কতদিনের মধ্যে নিয়োগ শেষ করা যাবে তাও জানতে চাওয়া হয় বলে জানা যাচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen