SIR in Bengal: ভোটার তালিকার সংশোধন নিয়ে কমিশন এবং BJP-কে আক্রমণ বাম-কংগ্রেসের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১১:২০: বাংলা-সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছে SIR। সোমবার সাংবাদিক বৈঠকে ঘোষণা করেছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এরপরই এক যোগে নির্বাচন কমিশন এবং বিজেপিকে নিশানা করেছে বাম-কংগ্রেস।
প্রদেশ কংগ্রেসের দাবি ছিল, বাংলায় SIR ঘোষণার আগে সর্বদলীয় বৈঠক ডাকা হোক। দফায় দফায় কমিশনের দপ্তরে গিয়ে দাবি জানিয়ে এসেছিল হাত শিবির। কমিশন কোনও ভ্রুক্ষেপ করেনি। SIR ঘোষণা হতে প্রদেশ কংগ্রেস জানাল, বাংলার ভোটারদের ভোটাধিকার ও নিরাপত্তার খাতিরে সর্বতোভাবে পথে নামবে তারা। আইনি পদক্ষেপ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে প্রদেশ কংগ্রেস।
প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, “এসআইআর বিজ্ঞপ্তি জারির আগে আমরা দাবি করেছিলাম কমিশন সর্বদলীয় বৈঠক ডাকুক। তা না করে তারা ত্রুটিপূর্ প্রক্রিয়া রাজ্যের ৭.৬৬ কোটি ভোটার-সহ দেশের ১২টি রাজ্যের ৫১ কোটি ভোটারের উপর চাপিয়ে দিল। এটা দুর্ভাগ্যজনক।” প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায় দাবি, ১০০ শতাংশ বুথে তাঁদের এজেন্ট থাকবে। প্রথমে জেলাভিত্তিক ও বিধানসভাভিত্তিক পর্যবেক্ষকের মাধ্যমে এবং পরে কলকাতায় এনে সকলের প্রশিক্ষণ হবে। তিনি বলেন, বিহারের ভুল থেকে কমিশন শিক্ষা নেয়নি। মানুষের মত না নিয়েই বাংলায় ত্রুটিপূর্ণ SIR ঘোষণা করল কমিশন।
অন্যদিকে, নভেম্বরে ‘বাংলা বাঁচাও যাত্রা’ কর্মসূচির ডাক দিয়েছে সিপিআইএম। এসইউসি, সিপিআইএম, সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক-সহ সমস্ত বাম দল SIR-র প্রতিবাদে নির্বাচন কমিশনের দপ্তরে ডেপুটেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও কমিশনকে নিশানা করেছেন। সেলিমের অভিযোগ, মানুষকে ভয় দেখানো হচ্ছে। তিনি বলেন, “মানুষকে সবরকম সহায়তা করা হবে। সিপিএম কর্মীরা মানুষের পাশে আছে। কোনওভাবে মানুষের ভোটাধিকারকে সঙ্কুচিত করা যাবে না।” SIR-র বিরোধীতা করেছে এসইউসিআইও। তাদের অভিযোগ, যে কাজ কেন্দ্র সরকারের করার কথা, তা নাগরিকদের উপর দিয়ে দিচ্ছে কমিশন। কমিশন বিজেপির মুখপত্রের মতো কাজ করছে।