SIR in Bengal: মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রাহ্য নয়, কমিশনের নয়া সিদ্ধান্তে অনিশ্চিত বহু মানুষের ভোটাধিকার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:০২: একের পর এক নির্দেশিকা, আম নাগরিকদের জন্য ক্রমশ জটিল হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া। এবার ভোটার তালিকা সংশোধনের (SIR) ক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডকে বৈধ নথি হিসেবে মান্যতা দেওয়ার প্রস্তাব খারিজ করল নির্বাচন কমিশন। আজ, বৃহস্পতিবার এই মর্মে বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি পাঠিয়েছে ভারতের নির্বাচন কমিশন (Election Commission)।
কমিশন জানিয়েছে, ২০২৫ সালের ২৭ অক্টোবর জারি করা নির্দেশিকায় ভোটার তালিকা সংশোধনের সময় যে নথিগুলিকে বৈধ হিসেবে ধরা হয়েছে, তাতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নেই। সেই প্রস্তাব গ্রহণ করা সম্ভব নয় বলে মত নির্বাচন কমিশনের।
কমিশন সাফ জানিয়েছে, নথি যাচাইয়ের ক্ষেত্রে পূর্বনির্ধারিত তালিকার বাইরে গিয়ে নতুন কোনও নথিকে অন্তর্ভুক্ত করা যাবে না।
কমিশনের নির্দেশেই স্পষ্ট হয়েছে, ভোটার তালিকা সংশোধনের সময় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ব্যবহার করা যাবে না। বহু মানুষের জন্মের শংসাপত্র নেই। সেক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে এতকাল তাঁরা জন্মের প্রমাণ হিসাবে ব্যবহার করে চলে এসেছেন। ফলে কমিশনের নির্দেশে সমস্যায় পড়তে চলছেন তাঁরা। ভোটের মুখে এত স্বল্প সময়ে ভোটার তালিকা সংশোধন ঘিরে নানান অভিযোগ সামনে আসছে। কমিশনের নয়া সিদ্ধান্তে ফের বহু মানুষের ভোটাধিকার নিয়ে অনিশ্চয়তা দেখা দিল।