SIR in Bengal: ভয়ে কাঁটা মতুয়া-রাজবংশী-আদিবাসীরা, ধস নামবে BJP-র ভোট ব্যাঙ্কে?

October 28, 2025 | 2 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১৩:২০:  আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগেই বাংলায় শুরু হল বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া (SIR)। আজ থেকে পুরোদমে শুরু হল SIR। মতুয়া-রাজবংশীরা SIR নিয়ে শঙ্কিত! বিজেপি নিজেদের গড় বলে পরিচয় দেয় মতুয়া-রাজবংশী অধ্যুষিত এলাকাগুলিকে। সে সব এলাকায় চিন্তার কালোর মেঘ। আদিবাসী গড়েও সংশয়ের ঘনঘটা। আম ভোটাররা কাঠগড়ায় তুলছেন বিজেপিকে।

শুভেন্দু সহ বিজেপি নেতাদের দাবি, SIR-এ বাদ যাওয়া ভোটারদের বাংলাদেশি বলে চিহ্নিত করে পুশব্যাক করা হবে। এতেই মতুয়া সম্প্রদায়ের মানুষজন ভীত। কোনওরকম পরিস্থিতিতে নিজের দেশ ছেড়ে যাবেন হবে না বলে হুঁশিয়ারি দিচ্ছেন তাঁরা। বিজেপিকে কাঠগড়ায় তুলেছেন মতুয়া-নমঃশূদ্ররা। শান্তনু ঠাকুর, নিশীথ প্রামাণিক, অসীম সরকাররা আঁচ করছেন বিজেপির বিপদ আসন্ন। বিজেপি নেতাদের মুখে ১ কোটি নাম বাদের হুঙ্কার শুনে মতুয়াদের সঙ্গে সঙ্গে রাজবংশী, আদিবাসীরাও আতঙ্কে রয়েছেন। দাবি করা হচ্ছে, বাংলাদেশী অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের বাদ দিতে এই সংশোধন করা হচ্ছে। আদতে উপযুক্ত নথির অভাবে ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কায় দিন গুণছেন হিন্দু উদ্বাস্তুরা।

ভোটার তালিকায় নাম থাকলেও আবার মতুয়া, নমঃশূদ্রদের অনেকেই নাগরিকত্ব পাননি। তাঁরা আশঙ্কায় আছেন। কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর দাবি করেন, SIR-এ নাম বাদ গেলেও মতুয়া উদ্বাস্তুদের CAA-র মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। রাজনৈতিক মহলের মতে, বিজেপি জনপ্রতিনিধিরা ভয় কাঁপছে। মতুয়া, নমঃশূদ্রদের নাম বাদ গেলে ব্যর জন সমর্থনে ধস নামবে। পাশাপাশি ক্ষোভের মুখোমুখি হবেন গেরুয়া নেতারা।

প্রসঙ্গত, উত্তর ২৪ পরগনা ও নদিয়া জেলায় মতুয়া সম্প্রদায়ের মানুষের বসবাস বেশি। রাজ্যের অন‌্যান‌্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বসবাস করেন মতুয়ারা। বনগাঁ, রানাঘাট লোকসভা কেন্দ্রে বড় অংশের মতুয়াদের ভোটাধিকার রয়েছে। মতুয়াদের আশঙ্কা, SIR-এ তাঁদের হেনস্তার মুখে পড়তে হতে পারে। কাগজপত্র-নথি সংক্রান্ত জটিলতা দেখা দিতে পারে। উত্তরবঙ্গে কোচবিহার-সহ বিস্তীর্ন এলাকায় রাজবংশীরা বসবাস করেন। তাঁরাও শঙ্কিত SIR-র জেরে নাম বাদ যাওয়া নিয়ে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen