SIR in Bengal: এক দিনে বাদ পড়ল প্রায় চার লক্ষ নাম! মঙ্গলের হিসেব দিল কমিশন

November 25, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৩২: রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় নাম বাদ পড়ার সংখ্যা ক্রমশ বাড়ছে। নির্বাচন কমিশনের (Election Commission of India) সর্বশেষ হিসাব অনুযায়ী, সোমবার পর্যন্ত যেখানে নাম বাদ পড়ার সংখ্যা ছিল প্রায় ১০ লক্ষ, মঙ্গলবার দুপুর নাগাদ তা বেড়ে দাঁড়িয়েছে ১৩ লক্ষ ৯২ হাজার। অর্থাৎ মাত্র ২৪ ঘণ্টায় আরও প্রায় চার লক্ষ ভোটারের নাম বাদ পড়ার হিসাব মিলেছে।

কমিশন সূত্রে খবর, আপাতত বুথ লেভেল অফিসারদের (BLO) প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই এই সংখ্যা নির্ধারিত হয়েছে। তাঁরা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম (Enumeration form) বিলি করেছেন এবং পরে সেই ফর্ম সংগ্রহের সময় জানতে পেরেছেন কারা ফর্ম পূরণ না করেই ফেরত দিয়েছেন। সেই তথ্যের ভিত্তিতেই বাদ পড়ার প্রাথমিক সংখ্যা তৈরি হয়েছে। মৃত ভোটার, একাধিক জায়গায় নাম থাকা ভোটার, স্থানান্তরিত এবং নিরুদ্দেশ ভোটার, সব মিলিয়েই এই বাদ পড়ার হিসাব তৈরি হচ্ছে। কমিশনের ধারণা, সব ফর্ম জমা হওয়ার পর চূড়ান্ত সংখ্যা আরও বাড়বে।

শতাংশের বিচারে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি নাম বাদ পড়তে পারে উত্তর ও দক্ষিণ কলকাতায়। তার পরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। তবে কমিশন জানিয়েছে, কোনও হিসাবই এখনও চূড়ান্ত নয়। চলতি সপ্তাহের মধ্যে সমস্ত তথ্য সংগ্রহ হয়ে গেলে প্রকৃত সংখ্যা জানা যাবে। ২০২৫ সালের ২৭ অক্টোবরের তালিকা থেকে মোট কত নাম বাদ পড়ল, তা জানা যাবে আগামী ৯ ডিসেম্বর প্রকাশিত খসড়া তালিকায়।

এই প্রক্রিয়াকে ঘিরে রাজনৈতিক তরজা অব্যাহত। বিজেপি বারবার ‘অনুপ্রবেশ তত্ত্বে’ শাণ দিচ্ছে। যদিও কমিশনের সূত্র এখনও পর্যন্ত ‘অনুপ্রবেশকারী ভোটার’ প্রসঙ্গে কোনও মন্তব্য করেনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen