SIR জট! BLO-র পর এবার ফরাক্কায় বিদ্রোহ মাইক্রো অবজার্ভারদের

January 15, 2026 | 2 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪.৫০: SIR প্রক্রিয়াকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে ক্ষোভের আগুন। বিএলও-দের (BLO) পর এবার বিদ্রোহ ঘোষণা করলেন মাইক্রো অবজার্ভাররা। মুর্শিদাবাদের ফরাক্কায় আজ, বৃহস্পতিবার গণইস্তফা দিলেন ৯ জন মাইক্রো অবজার্ভার। যার জেরে কার্যত স্তব্ধ হয়ে গেল শুনানি প্রক্রিয়া। অন্যদিকে, একই ইস্যুতে উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় বিডিও অফিসে ভাঙচুর ও আগুন ধরিয়ে দিল উত্তেজিত জনতা।

ফরাক্কায় এসআইআর প্রক্রিয়া নিয়ে জটিলতা কাটার কোনও লক্ষণই নেই। প্রশাসনের ওপর চাপ বাড়িয়ে বৃহস্পতিবার SIR-র দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ৯ জন মাইক্রো অবজার্ভার। এর ফলে এদিন নির্ধারিত সময়ে শুনানি প্রক্রিয়া শুরু করা সম্ভব হয়নি। ফরাক্কার বিডিও জুনায়েদ আহমেদ স্পষ্ট জানিয়েছেন, “মাইক্রো অবজার্ভাররা না এলে শুনানি শুরু করা যাবে না।” ফলে চূড়ান্ত ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ ভোটারদের। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না সুরাহা।

বুধবার ফরাক্কার বিডিও অফিসে (BDO office) ভাঙচুরের ঘটনায় নির্বাচন কমিশনের নির্দেশে কড়া পদক্ষেপ নিয়েছে পুলিশ। এফআইআর দায়ের করার পাশাপাশি ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে একজন ফরাক্কার তৃণমূল যুবনেতা। ঘটনার পর তিনি ভিনরাজ্যে পালিয়ে গিয়েছিলেন। পুলিশ তাঁকে শ্বশুরবাড়ি ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার করে। আজ ধৃতদের জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করা হবে। পরিস্থিতির গুরুত্ব বুঝে এদিন বিডিও অফিসে পরিদর্শনে আসেন জঙ্গিপুর মহকুমাশাসক এস রেড্ডি। তিনি গোটা এলাকা ঘুরে দেখেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

প্রশাসনিক কর্মী ও স্থানীয় সূত্রে খবর, এসআইআর (SIR) সংক্রান্ত নির্দেশিকা বা Guidelines প্রতি মুহূর্তে বদলানো হচ্ছে। অভিযোগ, সকাল-বিকেল নতুন নতুন নিয়ম চাপিয়ে দেওয়ায় কাজের পরিবেশ নষ্ট হচ্ছে। ভোটারদের কাছে এমন তথ্য চাওয়া হচ্ছে, যার জেরে অনেকের নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। অদ্ভুত সব ভুলের অভিযোগও উঠছে। যেমন, কারও ৪টি সন্তান থাকলেও সরকারি তথ্যে ৬ জন দেখিয়ে শুনানিতে তলব করা হচ্ছে।

এই হয়রানির প্রতিবাদেই এর আগে ফরাক্কা ব্লকের প্রায় ২০০ জন বিএলও একযোগে ইস্তফা দিয়েছিলেন। যদিও কমিশন সেই ইস্তফা গ্রহণ করেনি। কিন্তু বিএলও-দের সেই ক্ষোভ প্রশমিত হওয়ার আগেই এবার মাইক্রো অবজার্ভারদের ইস্তফায় প্রশাসনিক জট আরও পাকাল।

মুর্শিদাবাদের পাশাপাশি উত্তর দিনাজপুরের চাকুলিয়াতেও ছবিটা এক। সেখানেও SIR বা সার্ভে নিয়ে জনরোষ চরমে পৌঁছেছে। অভিযোগ, একবার হিয়ারিং বা শুনানি হয়ে যাওয়ার পরেও সাধারণ মানুষকে বারবার ডেকে পাঠানো হচ্ছে। নথিপত্র ঠিকঠাক থাকা সত্ত্বেও অযথা হয়রানির প্রতিবাদে এদিন চাকুলিয়া বিডিও অফিসে চড়াও হয় উত্তেজিত জনতা। অফিসের আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি নথিপত্রে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen