শেষ দিনে সিরাজ ঝড়, ওভালে পঞ্চম টেস্টে ‘৬’ রানে জয়ী ভারত
পঞ্চম দিনের সকালে ওভালে ইংল্যান্ডের জয়ের জন্য দরকার ছিল মাত্র ৩৫ রান, ভারতের সেখানে চাই ৪টি উইকেট। মাত্র ৬ রানে অবিশ্বাস্য জয় তুলে নিল ভারত।
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:০৭: মহম্মদ সিরাজকে এখন আর কেবল ‘ওয়ার্কহর্স’ বলা যায় না। এই শব্দটা যেন তাঁর মর্যাদাকে ছোট করে তাঁর সম্প্রতি ভারতীয় দলের জার্সি তে যা পারফর্মেন্স তারপরে।এই সিরিজে নিজের সব কিছু দিয়ে যেন নিজেকে উজাড় করে দিয়েছেন তিনি। ওভাল টেস্টে তাঁর এই দিনের পাঁচ উইকেটই ছিল সেই লড়াকু মানসিকতার প্রকৃতউদাহরণ, যা ভারতীয় ক্রিকেটে খুব কম দেখা যায়।
সোমবার সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে খেলতে নেমেছিল ভারত। ওল্ড ট্র্যাফোর্ডে চোট পেয়ে খুঁড়িয়ে বেড়ানো সিরাজ নিজেই খেলতে চেয়েছিলেন ওভাল টেস্টে। ব্যথা থাকা সত্ত্বেও ৩০ ওভার বল করেছেন, যা দলের মোট ওভারের এক-তৃতীয়াংশেরও বেশি। তাঁর প্রতিটি বলেই ছিল জয় পাওয়ার তাগিদ।
পঞ্চম দিনের সকালে ওভালে ইংল্যান্ডের জয়ের জন্য দরকার ছিল মাত্র ৩৫ রান, ভারতের সেখানে চাই ৪টি উইকেট। ম্যাচের মোড় ঘুরবে কোন দিকে, সেটাই ছিল প্রশ্ন। কিন্তু শেষ হাসি হেসেছে ভারত। মাত্র ৬ রানে অবিশ্বাস্য জয় তুলে নিল ভারত।
দিনের শুরুতেই ওভারটনের দু’টি বাউন্ডারি ভারতীয় শিবিরেকে চিন্তায় ফেলে দিয়েছিলো। কিন্তু সিরাজের আগুনঝরা স্পেলে সব পাল্টে গেল। প্রথমে ধ্রুব জুরেলের ক্যাচে ফিরলেন জুরেল, তারপর এলবিডব্লু হয়ে ফিরলেন ওভারটন। বাকি উইকেট দুটি তোলার দায়িত্বও নিলেন সিরাজ। শেষ উইকেট হিসেবে অ্যাটকিনসনকে ফিরিয়ে ভারত কে সেই জয় তুলে দেন ।
চতুর্থ দিনের শেষে যদি আলো না কমত, হয়তো ম্যাচের ফয়সালা তখনই হয়ে যেত। ওভালে ২৬৩ রান ছিল সর্বোচ্চ চেজ করার রেকর্ড। ভারত লক্ষ্য দিয়েছিল ৩৭৪! সেখান থেকে এতটা কাছাকাছি এসেও জয় হাতছাড়া করল ইংল্যান্ড।
চতুর্থ দিনের খেলা বৃষ্টির কারণে থেমে গেলেও পঞ্চম দিনে মাত্র এক ঘণ্টার মধ্যেই ভারতীয় পেসাররা ম্যাচ নিজেদের দখলে করে নিলেন। পঞ্চম দিন সিরাজ একাই নিলেন শেষ তিন উইকেট।
সিরিজের প্রতিটি টেস্টই গড়িয়েছে পঞ্চম দিনে, আর প্রতিটিতেই ছিল রোমাঞ্চে ভরা। ওভাল টেস্ট সেই ধারাকেই চূড়ান্ত জায়গায় পৌঁছে দিল।